বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে পৌরসভার কানাইঘাট বাজারস্থ প্রধান সার্বজনীন পূজামন্ডপে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সলীল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভজন লাল দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুজা উদযাপন পরিষদের সহসভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পুজা উদযাপন পরিষদের সিনিয়র সদস্য অকিল চন্দ্র ধর, সাধারণ সম্পাদক শ্রী মৃত্যুঞ্জয়, সিলেট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারী অসীত ভ্ট্টাচার্য, কানাইঘাট হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দুর্গা কুমার দাস, সুদীপ্ত চক্রবর্তী, চিত্রশিল্পী ভানু লাল দাস, সাংবাদিক নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের নেতা মতিলাল দাস, মানিক লাল দাস, রিংকু চক্রবর্তী, প্রতাপ চন্দ্র দাস, বাবুল চন্দ্র দাস, জয়ন্ত চক্রবর্তী, সুকান্ত চক্রবর্তী প্রমুখ। সভায় বক্তারা দেবোত্তর সম্পত্তি সংরন আইন অনতিবিলম্বে চালু করা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবী দাওয়া সরকারের কাছে তুলে ধরেন এবং সম্প্রতি কক্সবাজারের রামু ও উখিয়াতে বৌদ্ধ পল্লী ও মন্দিরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়