Sunday, November 4

কানাইঘাটে জেলহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
 জেলহত্যা দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা ও পৌর আ’লীগের যৌথ উদ্যোগে আজ শনিবার বিকেল ৪টায় স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্য সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ পলাশ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমদ, রফিক আহমদ, এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট মামুন রশিদ, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএইচএম আব্দুলাহ, সামছুদ্দিন মেম্বার, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আ’লীগ নেতা মামুন আহমদ, আ’লীগ নেতা রশিদ আহমদ, আব্দুল লতিফ, জিএম হায়দার, হেলাল উদ্দিন, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক ভানু লাল দাস, সাহেদ আহমদ, পৌর প্যানেল মেয়র ফখর উদ্দিন শামীম, আলী হোসেন কাজল, সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুক আহমদ, যুগ্ম্ আহ্বায়ক নাজিম উদ্দিন, মীর মোহাম্মদ আব্দুলাহ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, দেলোওয়ার হোসেইন, মামুন রশিদ রাজু, নজরুল ইসলাম সাজু প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে জাতীয় ৪নেতার হত্যাকারীদের আইনের আওতায় দ্রুত বিচার সম্পন্ন করার দাবী জানিয়েছেন।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়