Monday, November 12

কানাইঘাটে বিএনপি ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে কানাইঘাট বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আজ সোমবার বিকেল ৪টায় এক বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদণি শেষে দণি বাজারে এক পথসভায় মিলিত হয়। পৌর বিএনপি’র সিনিয়র সহসভাপতি হাজী আব্দুল মালিক এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল করিম শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আজির উদ্দিন (ভেড়া), পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বুলবুল, বিএনপি নেতা ইসলাম উদ্দিন, যুবদল নেতা আব্দুল জব্বার, গিয়াস উদ্দিন, আব্দুল কাহির, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক, গাছবাড়ী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, ছাত্রদল নেতা রায়হান, সাহেদ, হোসাইন, আজমল হোসেইন, তাজুল ইসলাম, আব্দুল মুমিন, কাওছার, ইমরান, ইমন, রুহুল আমিন, জাহেদুল আলম, কামরুল ইসলাম, জসীম উদ্দিন, রফিউল আলম, মঞ্জুর আহমেদ, ফয়ছল আহমদ, সোহেল আহমদ প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে দেশব্যাপী পুলিশের সাথে যোগসাজশে যুবলীগ ও ছাত্রলীগের হামলা বন্ধ না করলে যুবদল, ছাত্রদল, সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল সন্ত্রাসী কার্যক্রমের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। অবিলম্বে বিরোধী দলের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী জানানো হয়।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়