আত্মপ্রকাশ করলো বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি (বিএনজিপি) নামক একটি নতুন রাজনৈতিক দল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি নতুন দিগন্ত উন্মোচন করে বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি আনুষ্ঠানিকভাবে তাদের সংগঠনিক যাত্রা শুরু করল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গত ২ নভেম্বর ২০১২, শুক্রবার।
“পরিবর্তনের জন্য তারুণ্য”শ্লোগানে বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি এ দেশের ষোল কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে চায় । তারুণ্য নির্ভর এই দলটি দেশে সুশাসন ও উন্নয়ণের উপযুক্ত কান্ডারী হিসেবে নতুন প্রজন্ম তথা তরুণ সমাজকে গড়তে চায়। মহান মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম নিয়েই মূলত সৃষ্টি বাংলাদেশ নিউ জেনারেশন পার্টির। আর তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের পক্ষে কথা বলার একটি উপযুক্ত মঞ্চ এই দলটি। দলটি সম্বন্ধে ঠিক এমনটাই মনে করেন পার্টির আহ্বায়ক জাহিদ ইকবাল।
জাহিদ ইকবাল বলেন, “মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাসকে আমাদের দল ঘৃণা করে। ঘৃণা করে বিকৃত ইতিহাস সৃষ্টিকারিদের। মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনাই আমাদের তরুণ সমাজের শেকড়ের ইতিহাস। আমরা শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষেই নই সেইসাথে আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের পক্ষে। আমরা এদেশের অসাম্প্রদায়িক ও প্রগতিশীল গোষ্ঠি। দেশের চলমান রাজনৈতিক প্রথাকে আমরা পরিবর্তন করতে চাই। নতুন প্রজন্মের রাজনীতি সচেতন মানুষদের দ্বারা দেশে সুষ্টু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই । ”
শুধুমাত্র তরুণদের নিয়েই এই নতুন দলটি গড়ে ওঠা, বেড়ে ওঠা ওঠার গন্ডি সীমাবদ্ধ করে দেওয়ার কারণ সম্পর্কে আহ্বায়ক আরো বলেন, “ আমরা বিশ্বাস করি তরুণরাই সেই শক্তি যারা সবকিছুর পরিবর্তন আনতে পারে। যে কোন উন্নতি ও আধুনিকতার প্রায় শতভাগই তরুণদের দ্বারা প্রভাবিত। শুধুমাত্র তরুণ সমাজই দেশ, জাতি ও বিশ্বের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তারুণ্যের পূজারি যে কোন বয়সের নারী-পুরুষ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই এই দলে যোগ দিতে পারবেন।
বিএনজিপি’র আহবায়ক আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে দলটি নির্বাচন কমিশনে তালিকাভুক্ত হতে পারে। ইতোমধ্যে তৈরি হয়ে গেছে গঠনতন্ত্র । আমাদের দলকে স্বেচ্ছায় দেশি-বিদেশি বিভিন্ন ব্যবসায়ী ও সুধিমহল অনুদান হিসেবে আর্থিক ও সার্বিক সহযোগিতা করতে আগ্রহী। স্বচ্ছতার খাতিরেই এ বিষয়টি সুস্পষ্ট করা হয়েছে। ভালো মানসিকতা ও ইতবাচক পরিবর্তনে বিশ্বাসী যে কোন বাংলাদেশী পরামর্শ, যোগদান ও অনুদানের মাধ্যমে বাংলাদেশ নিউ জেনারেশন পার্টিকে ( বিএনজিপি) সহায়তায় জন্য এগিয়ে আসতে পারেন।
যোগাযোগ সেলফোন: ০১৭৬-৮৩৭১২১৯, ই মেইল: new.genaration.party@gmail.com
বাংলাদেশ নিউ জেনারেশন পার্টির আহ্বায়ক- জাহিদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক- শামীম খান, ইফতেখার আলম, জাকারিয়া নেওয়াজ, আহমেদ আনোয়ার জাহিদ, মিঠুন রায়, অ্যাডভোকেট তানভীর হায়দার, তরুণ চাকমা, নাজমা আক্তার প্রমুখ।
রাজনৈতিক বিশে¬ষকদের মতে দুইদলের রেশারেশি, তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ এসব কথার ঝড়ে এই দলটি একটি নতুন আশার আলো দেখাচ্ছে। সচেতন মহলের প্রত্যাশা শুধু কথায় নয় কাজেও বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি পরিবর্তন আনতে ভূমিকা রাখবে। সিলেটের আলাপ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়