Sunday, November 4

::কানাইঘাটে সনদ বিতরন করলেন বিজয় সফট্ওয়্যারের উদ্ভাবক মোস্তফা জব্বার ::

নিজস্ব প্রতিবেদকঃ
বিজয় সফট্ওয়্যারের উদ্ভাবক ও বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা জব্বার বলেছেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে নতুন তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জনের মাধ্যমে সবাইকে ডিজিটাল বাংলাদেশ দেশ গঠনের মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হবে। এ ল্েয নতুন প্রজন্মকে কম্পিউটার শিার আওতায় আনার জন্য প্রতিটি শিা প্রতিষ্ঠানে কম্পিউটার শিা বাধ্যতামূলক করতে হবে। তিনি আরো বলেন তথ্য প্রযুক্তির েেত্র দেশ অনেক দুরে এগিয়ে গেছে ২০২১সালে আমাদের স্বাধীনতার ৫০বছর রজত জয়ন্তীর পূর্বেই পুরোদেশ ডিজিটাল নেটওয়ার্কের আওতায় চলে আসবে। তিনি আরো বলেন, বাংলাদেশ অচিরেই তথ্য প্রযুক্তির দিক থেকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে উল্লেখ করে বলেন বর্তমানে প্রায় ১০কোটি মানুষের হাতে মোবাইল ফোন পৌঁছে গেছে। মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে দেশের মানুষ মোবাইল ব্যাংকিং, মোবাইলে চিকিৎসা সেবা, এস.এম.এস প্রভৃতি ব্যবহারের সুবিধা পাচ্ছে। মোস্তফা জব্বার আজ শনিবার সকাল ১০টায় কানাইঘাট গাছবাড়ী মর্ডাণ একাডেমী মিলনায়তন হলে শারীরিক প্রতিবন্ধী বাহারের প্রতিষ্ঠিত কুইক লাক কম্পিউটার একাডেমীর সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি প্রতিবন্ধী বাহারে আমন্ত্রণে কানাইঘাটে এসেছেন উল্লেখ করে আরো বলেন, বাহার একজন শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও নিজ উদ্যোগে একটি কম্পিউটার প্রশিণ কেন্দ্রের মাধ্যমে এলাকার শিার্থী ও যুবক সম্প্রদায়কে কম্পিউটার প্রশিণের মাধ্যমে প্রশিতি করে তুলছে। তার এই মহৎ উদ্যোগ সকল প্রতিবন্ধীদের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বাহারকে তার প থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন। গাছবাড়ী মডার্ণ একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি ওলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিলেট সরকারী কলেজের অধ্যাপক শিব্বির আহমদ, সিলেট প্রেসকাবের সাবেক সভাপতি মুকতাবিস্-উন নুর, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাকিম আলী হায়দার, ইসলামিক টিভির সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল, কুইক লাক কম্পিউটার একাডেমীর পরিচালক বাহার উদ্দিন। এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও ছাত্র শিকদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুর পূর্বে বিজয় সফট্ওয়্যারের উদ্ভাবক মোস্তফা জব্বার কর্তৃক আবি®কৃত কম্পিউটারের বিভিন্ন সফট্ওয়্যারের বিডিও সিডি প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে কুইক লাক কম্পিউটার একাডেমীর প থেকে ৩১জন প্রশিণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করেন মোস্তফা জব্বার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়