সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার বলেছেন, রেড ক্রিসেন্ট সোসাইটি যেখানেই প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তখনই আর্তমানবতার মহান ব্রত নিয়ে সবার আগে ক্ষতিগ্রস্ত অসহায় দূর্গত মানুষের পাশে সাধ্য অনুযায়ী দাড়িয়ে সাহায্য ও সহযোগিতার হাত প্রশারিত করে থাকে। তিনি প্রাকৃতিক দুর্যোগে আক্রান্তদের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তশালীসহ দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। হাফিজ আহমদ মজুমদার আজ শনিবার সকাল ১১টায় মুলাগুল বাজারে এক সুধী সমাবেশে রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে বিগত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলা ১নং লীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাউদ গ্রামের ঘরবাড়ী হারা ৬৫টি পরিবারকে পুণর্বাসনের লক্ষ্যে গৃহ নির্মাণের পরিবার প্রতি নগদ ১০হাজার টাকা, ১৫পিছ ঢেউটিন ও অন্যান্য উপকরন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে এবং রেড ক্রিসেন্টের সদস্য সাবেক ছাত্রনেতা সাইফুর রহমান খোকনের পরিচালনায় রেডক্রিসেন্টের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ক্যাপ্টেন (অব:) আবু বক্কর চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা আ’লীগের সিনিয়র সদস্য লোকমান আহমদ, সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইসতিয়াক আহমদ চৌধুরী, কানাইঘাট উপজেলা আ’লীগের আহ্বায়ক ও পৌর মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, মাসুদ আহমদ, নিজাম উদ্দিন আল মিজান, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, লীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ আহমদ। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শমসের আলম, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন, পৌর যুবলীগের আহ্বায়ক এনামুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য সুয়েব আহমদ চৌধুরী, আ’লীগ নেতা আব্দুল লতিফ, সামছুদ্দিন মেম্বার, মখদ্দুছ আলী স্থানীয় আ’লীগ নেতা তমিজ উদ্দিন মেম্বার, নাজিম উদ্দিন, প্রতাব চন্দ, ছালেক, আলমাছ উদ্দিন, শ্রমিকলীগের আহ্বায়ক জসীম উদ্দিন, প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হাফিজ মজুমদার এম.পি ৬৫টি পরিবারের সদস্যদের মধ্যে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন। এলাকাবাসী স্থানীয় বিভিন্ন দাবী দাওয়াসহ জন গুরুত্বপূর্ণ সুরাইঘাট-লোভাছড়া পাথর কোয়ারীর রাস্তার যোগাযোগ স্থাপনের লক্ষ্যে নুন নদী ও কালিজুরী নদীর উপর অবিলম্বে ব্রিজ নির্মাণের দাবী জানালে এম.পি মজুমদার এ সরকারের সময়ের মধ্যে সকল উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করা হবে বলে, আশ্বাস প্রদান করেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়