Wednesday, November 21

:: কানাইঘাটে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ ! আহত ১০ ::

নিজস্ব প্রতিবেদকঃ
কানাইঘাট-সুরইঘাট রাস্তার নিজ চাউরা গ্রামের পার্শ্ববর্তী স্থানে আজ বুধবার দুপুর ১২টায় দু’টি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত জনৈক আব্দুল আহাদ (৪০) কে সিলেট ওমেক হাসপাতালে ও মুসলিমা বেগম (৫০) মুসলিমা খাতুন (৪০)কে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, আজ ১২টার দিকে কানাইঘাট বাজার থেকে যাত্রীবাহি একটি অটোরিক্সা সুরাইঘাট বাজারে এবং সুরাইঘাট বাজার থেকে অপর একটি অটোরিক্সা কানাইঘাট বাজারে আসার পথে মুখোমুখি সংঘর্ষে দু’টি অটোরিক্সা ধুমড়ে মুছড়ে গেলে ১০জন যাত্রী রক্তাক্ত আহত হন। এসময় আহত অবস্থায় দু’সিএনজি গাড়ীর ড্রাইভার পালিয়ে যায় এবং দুর্ঘটনার তিগ্রস্ত দু’টি সিএনজি গাড়ির মালিক দ্রুত অন্যত্র সরিয়ে ফেলেন। আহত অন্যান্য যাত্রীরা হলেন, আব্দুলাহ আল সায়েম (১০), আলফাতুন (৩৫), কলি (০২) আব্দুর রহমান (০৯) আয়শা বেগম (৮০), জসিম উদ্দিন (২৮) ও সাফিয়া বেগম (২৫)। দূর্ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়