Wednesday, November 21

কানাইঘাটে পিএসসি পরীক্ষায় প্রথমদিনে ৩১০ ও ইবতেদায়ী পরীক্ষায় অনুপস্থিত ১০৫

নিজস্ব প্রতিবেদকঃ
আজ বুধবার সারাদেশের ন্যায় কানাইঘাটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পিএসসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ব্যাপী ১৩টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১২ শিক্ষাবর্ষে পিএসসি পরীক্ষায় ৪৪৪২জন পরীক্ষার্থীর নাম রেজিষ্ট্রেশন করা হলেও গতকাল গণিত পরীক্ষায় ৩১০জন শিক্ষার্থী ছিল অনুপস্থিত। অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ১৪৯জন ছেলে এবং ১৬১জন মেয়ে। গতকাল অনুষ্ঠিত পরীক্ষায় ৪১৩২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ১৬৬৯জন ছেলে এবং ২৪৬৩জন মেয়ে। এছাড়া ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৩৮জন। এরমধ্যে ৩১০জন ছেলে ও ৪২৮জন মেয়ে। প্রথম দিনের অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত ছিল ১০৫। এদের মধ্যে ৪৭জন ছেলে ও ৫৮জন ছিল মেয়ে পরীক্ষার্থী।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়