Sunday, November 4

::কানাইঘাটে বাউল গানের আসরকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ॥ আহত ১৫::

নিজাম উদ্দিন/কাওছার আহমেদ:
 কানাইঘাটে বাউল গানের আসরকে কেন্দ্র করে আব্দুল মালিক নামে এক ব্যক্তি নিহত ও কমপে ১৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আবুল হাসিম ও বাবুলের অবস্থা আশংকাজনক। এঘটনায় নিহতের ভাই আব্দুন নুর বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার শিবনগর গ্রামের অদূরে বড়হাওরের মাইনকার বিলের পাড়ে গত শনিবার গভীর রাতে বাউল গানের আসরকে কেন্দ্র করে আয়োজককারী ও জিহাদ আহ্বানকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এসময় লোকজনের সুর চিৎকার শুনে পৌরসভার শিবনগর গ্রামের আব্দুল মালিক তার বাড়ীর পার্শ্বে অবস্থান নিলে জিহাদকারীদের মধ্যে কিছু লোকজন পূর্ব আক্রোশের জের ধরে আব্দুল মালিকের ওপর হামলা চালায়। আব্দুল মালিক সুর চিৎকার করলে তার ভাই আবুল হাসিম ও ভাতিজা জাকারিয়া এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালায়। এ সংঘর্ষের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় কমিশনার মোস্তাক আহমদ ও সাবেক ইউপি সদস্য হারুন আহমদসহ এলাকার কয়েকজন লোক শান্তিশৃঙ্খলা রার জন্য ঘটনাস্থলে পৌঁছুলে হামলাকারীরা স্থানীয় কমিশনার ও ইউপি সদস্যের ওপরও চড়াও হয়। এক পর্যায়ে হামলাকারীরা চলে গেলে এলাকার লোকজন ও আব্দুল মালিকের স্বজনরা তাদের উদ্ধার করে সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে আব্দুল মালিক মারা যায়। এ ঘটনায় নিহত আব্দুল মালিকের ভাই আব্দুন নুর বাদী হয়ে ১২জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-(৩)০৪/১১/১২ইং। খবর পেয়ে কানাইঘাট থানা পুুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করেছে। আজ সোমবার সরজমিনে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, শিবনগর গ্রামের শাহাবুদ্দিন, আতাউর রহমান, বাবুল, আব্দুল্লাহ গংরা শনিবার রাত ১টার দিকে শিবনগর বড়হাওরের মাইনকা বিলের পার্শ্বে স্থানীয় বাউল শিল্পীদের নিয়ে গানের আয়োজন করে। অপর দিকে স্থানীয় মাদ্রাসার ছাত্ররা শিবনগর জামে মসজিদসহ আশপাশ গ্রামের মসজিদের মাইকে জিহাদ আহবান করে বাউল গানের আসর পন্ড করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়