সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আত্নগোপনে থাকা একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী হারিছ চৌধুরীকে সিলেট- ৫( জকিগঞ্জ- কানাইঘাট) আসনে আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান জকিগঞ্জ বিএনপির নেতারা। গত রোববার স্থানীয় ডাক বাংলো প্রাঙ্গণে আয়োজিত দলের ঈদ পুনর্মিলনীতে স্থানীয় নেতারা তাদের এ প্রত্যাশার কথা তুলে ধরেন।
জকিগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ ও কবির আহমদ মেম্বারের উপস্থাপনায় ঐ সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ইকবাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এড. কাওসার রশিদ বাহার, আব্দুল জলিল কাউন্সিলর, জেলা যুবদল দপ্তর সম্পাদক এম এ করিম, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাওসার আহমদ, উপজেলা জিসিস আহবায়ক আব্দুল্লাহ আল মামুন হিরা, পৌর ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ, পৌর যুবদল সভাপতি রিপন আহমদ, আব্দুস সহীদ খান, আব্দুস শহীদ মাসুক, মাও. জহির উদ্দিন, আব্দুস শহীদ চুনু, ময়নুর রাজা মানিক প্রমূখ।
হারিস চৌধুরীর এক সময়ের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র উপজেলা বিএনপির সহসভাপতি ইকবাল আহমদ বলেন- মিথ্যা মামলায় জড়িয়ে হারিছ চৌধুরীকে ধ্বংস করা যাবে না। আগামী সংসদ নির্বাচনের আগেই হারিছ চৌধুরী দেশে ফিরে আসবেন। দলের নেতাকর্মীরা তাকে প্রার্থী হিসেবে চাচ্ছেন। হারিছ চৌধুরীর মেয়ে ইংল্যান্ড প্রবাসী ব্যারিস্টার সামিরা তানজিম জুসি উরফে মুন্নু বাবার পক্ষে ঢাকা ও সিলেটের বিভিন্ন নেতার সাথে যোগাযোগ রাখছেন বলেও ইকবাল জানান। সরকার পরিবর্তন হলে হারিছ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা ভিত্তিহীন মামলাগুলি ঠিকবে না বলেও ইকবাল উল্লেখ করেন।
অবৈধভাবে গাড়ী ক্রয়, ন্যাশনাল টি কোম্পানীর তেল পোড়ানো, কর ফাঁকি, মানি লন্ডারিং, জিয়া অরফেনেজ দুর্নীতি, গ্রামের বাড়ি কানাইঘাটে হরিণ পালন, একুশে আগস্ট গ্রেনেড হামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাসহ হাফ ডজনেরও বেশি মামলা মাথায় নিয়ে আত্নগোপনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। বেশ কয়েকটি মামলায় তার সাজাও হয়েছে। এর মধ্যে শুধু ন্যাশনাল টি কোম্পানীর মামলাতেই ৫৯ বছরের জেল ও ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়