Saturday, November 17

:: কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর অকাল মৃত্যু ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট পৌরসভাস্থ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর সমাপনি পরীক্ষার্থী এক মেধাবী ছাত্রীর অকস্মাৎ মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায়, পৌরসভার সুতারগ্রামের ফয়জুর রহমানের মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী নাজমিন বেগম (১১) আজ সকাল ৯টার দিকে নিজ বাড়ী থেকে সহপাঠিদের নিয়ে স্কুলে যাওয়ার পথে পথিমধ্যে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাঁকে স্থানীয় লোকজন দ্রুত অজ্ঞান অবস্থায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে নাজিমন বেগমের অকস্মাৎ মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তাঁর বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন ও সহপাঠীদের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নাজমিন বেগমের অকস্মাৎ মৃত্যুতে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়েরর ম্যানেজিং কমিটির সভাপতি এখলাছুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামানসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়