Monday, November 5

<>কানাইঘাট উপজেলা শ্রমিকদলের আহবায়কের নিঃশর্ত মুক্তির দাবী<>

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ জাকারিয়াকে একটি মামলায় জেল হাজতে প্রেরনের ঘটনায় তাঁর নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন কানাইঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অবিলম্বে তাঁকে মিথ্যা মামলা থেকে মুক্তি না দেওয়া হলে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে হুশিয়ার উচ্চারণ করেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন উপজেলা ১৮দলীয় ঐক্যজোটের আহবায়ক ও কানাইঘাট-জকিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়কারী মামুনুর রশিদ,সাইপ্রাস বিএনপির প্রতিষ্টাতা সভাপতি বর্তমান ফ্রান্স প্রবাসী ফারুক আহমদ,কানাইঘাট উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরিফুল হক, থানা যুবদলের আহবায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহবায়ক সাজ উদ্দিন সাজু, থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নাজিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এবাদুর রহমান লালই, জাফর আহমদ, পৌর শ্রমিকদলের আহবায়ক আবিদুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম শাহীন, থানা উলামাদলের আহবায়ক মাওঃ কুদরত উল্লাহ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, পৌর যুবকদলের আহবায়ক জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক রোমান সিদ্দিকী, ইসলাম উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল আম্বিয়া, কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়