নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ও ওয়ালটন বাংলাদেশ লিমিটেডের পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আগামীকাল শনিবার কানাইঘাটে আসছেন। তিনি বিকাল ২টায় কানাইঘাট উত্তর বাজারের উপজেলা রোডে অবস্থিত ওয়ালটন শো রুমের শুভ উদ্বোধন করবেন। পরে সেখানে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন । উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম সোহরাব হোসেন, কানাইঘাট পৌর মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান। এদিকে নিরাপদ সড়ক চাই এর প্রেসিডেন্ট ইলিয়াস কাঞ্চনের কানাইঘাটে আগমনকে সফল করার জন্য উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র আহবায়ক সাংবাদিক মাহবুবুর রশিদ, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন সকলের প্রতি আহবান জানিয়েছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়