Monday, November 12

::কানাইঘাটে ১৮ দলীয় ঐক্যজোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত::

নিজস্ব প্রতিবেদক:
তত্ত্বাবধায়ক সরকার পূনর্বহাল ও বিরোধী দলীয় জোটের নেতাকর্মীদের ওপর দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কানাইঘাট উপজেলা ১৮দলীয় ঐক্যজোটের উদ্যোগে আজ সোমবার বাদ আছর কানাইঘাট বাজারে এক বিরাট গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে পূর্ব বাজারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ১৮দলীয় ঐক্যজোটের কানাইঘাট পৌর শাখার আহ্বায়ক ও পৌর বিএনপি’র সভাপতি হাজী ইফজালুর রহমানের সভাপতিত্বে ও জোটের উপজেলা শাখার সচিব জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মাওঃ এবাদুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জোটের যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা অধ্যাপক ফরিদ আহমদ, কাউন্সিলার শরিফুল হক, হাজী জসিম উদ্দিন, হামিদুল হক চেয়্যারম্যান, ডাঃ ইয়াকুব, আব্দুল খালিক মোস্তফা, আব্দুন নুর মেম্বার, জোটের পৌর সচিব জমিয়ত নেতা মাওঃ ফজলুর রহমান, মাওঃ এহসান উল্লাহ, ইসলামী ঐক্যজোটের উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওঃ খলিলুর রহমান, পৌর খেলাফত মজলিসের সেক্রেটারী মাওঃ শিব্বির আহমদ, খেলাফজ মজলিস নেতা শহীদ আহমদ, জমিয়ত নেতা মাওঃ এহসান উল্লাহ, মাওঃ আলিম উদ্দিন, বিএনপি নেতা আলমাছ উদ্দিন, আজিজুল হক মেম্বার, শামীম আহমদ শিবলু, থানা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ, সায়িক আহমদ, থানা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, থানা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবাদুর রহমান লালই, জাফর, সেলিম, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি রাশিদুল হাসান টিটু, খছরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন শামীম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, পৌর শ্রমিকদলের আহ্বায়ক আবিদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রুমান সিদ্দিকী, ইসলাম উদ্দিন, শামসুল ইসলাম, মামুন আহমদ, ডালিম, আজির উদ্দিন, যুবদল নেতা রহমত, সেলিম, ওয়াসিম, মন্টাই, থানা ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, রুহুল আমিন, রুহুল আম্বিয়া, একেএম বাবলু, দেলোওয়ার হোসেন, কয়ছর আলম, করিম চৌধুরী, এইচএম রানা, ওলিউর রহমান, আব্দুল কুদ্দুছ, রাসেল চৌধুরী, কাদির, দেলোয়ার প্রমুখ। সভায় বক্তারা বলেন, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার পুনবহাল এবং বিরোধী জোটের ওপর দমন, নিপীড়ন বন্ধ করা না হলে খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন নিশ্চিত করা করা হবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়