Saturday, November 10

:: কানাইঘাটে আ’লীগ ও ছাত্রলীগ নেতার সংবর্ধনা ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা আ’লীগের আহবায়ক পৌর মেয়ের লুৎফুর রহমান বলেছেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ যখন সকলক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মূহুর্থে দেশের অগ্রগতি উন্নয়নের চাকাকে ব্যাহত করার জন্য খালেদা জিয়ার নির্দেশে ৭১এর পরাজিত শক্তি জামায়াত শিবির সারাদেশে জনগণের জানমাল বিনষ্ট করে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। আ’লীগ ও ছাত্রলীগের সর্বস্থরের নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এ অপশক্তিকে রাজপথে থেকে মোকাবেলা করতে হবে। লুৎফুর রহমান আজ শনিবার বিকেল ২টায় স্থানীয় আল রিয়াদ কমিউনিটি সেন্টারে সিলেট জেলা আ’লীগের সিনিয়র সদস্য বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব এম.এ.মুমিন চৌধুরীর সম্মানে সংবর্ধনা এবং সিলেট সরকারী কলেজ ছাত্রলীগের অন্যতম নেতা শাহরিয়ার কবির রায়হানের বিদেশ যাত্রা উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক বিশাল বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং ছাত্রলীগের সিনিয়র সদস্য আসাদ উদ্দিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি জেলা আ’লীগের সিনিয়র সদস্য আলহাজ্ব এম.এ.মুমিন চৌধুরী, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন আল মিজান, অধ্যাপক লোকমান আহমদ, উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য জালাল আহমদ, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট ফখরুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এডভোকেট আব্দুল খালিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থ, জেলা যুবলীগের সদস্য আব্দুল হেকিম শামীম, জেলা ছাত্রলীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন (ডায়মন্ড), বিভাগীয় উপ-সম্পাদক হামজা হেলাল, সদস্য ফয়জুল্লাহ, রাসেল আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওছার আহমদ, জকিগঞ্জ উপজেলা সভাপতি সিব্বির আলম চৌধুরী। বক্তব্য রাখেন, কানাইঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা মামুন রশীদ, কে এ সুমন, হারুন রশিদ, আলতাফ হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা আখতার হোসেন, কাওছার আহমদ, সুমন, দেলোওয়ার, রিজবী আহমদ, শাহীন, লিপন, হাসনাত, মারুফ, মাছুম, ডালিম, রায়হান, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক সেবুল আহমদ, জাহাঙ্গীর কবির, আদনান আহমদ, জুনেদ আহমদ জীবান প্রমুখ। সংবর্ধনা সভার শুরুর পূর্বে প্রায় শতাধিক মোটর শোভাযাত্রা সহকারে সংবর্ধিত অতিথি এম.এ.মুমিন চৌধুরী, ছাত্রলীগের নেতাকর্মীরা সংবর্ধনাস্থলে নিয়ে আসেন। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়