জাতীয় যুব দিবস ২০১২ উদযাপন উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালী পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় প্রশিতি যুব শক্তি, বিকাশিত অর্থনীতি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সুয়েব আহমদের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসের কম্পিউটার এডিটর ফজলুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী প্রভাতি রানী দাস, উপজেলা প্রকৌশলী এম.এ রিয়াজ আহমদ, হিসাব রণ কর্মকর্তা ওয়াহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার আব্দুল আউয়াল। অনুষ্ঠান শেষে প্রশিতি বেকার যুবকদের মধ্যে ১ল ১০হাজার টাকা বিতরণসহ প্রশিতি যুবক যুবতীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়