জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা আলিম উদ্দিন দুর্লভপুরী বলেছেন, মাওঃ আহমদ হোসাইন আতহর চতুলী (রঃ) ছিলেন এ যুগের একজন বিজ্ঞ গবেষক এবং দ্বিনের মশাল। তাঁর মৃত্যুতে জাতির অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে। তাঁর প্রতিবাদী কবিতাগুচ্ছ দ্বিন ইসলামের জন্য আলোক বর্তিকা হিসেবে কাজ করেছিলো। তিনি বলেন, মানব কল্যাণে তাঁর সারাটা জীবন উৎসর্গ ছিল। তাই তিনি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। আজ শনিবার দুপুর ১২টায় কানাইঘাট দারুল ঊলুম মাদ্রাসা মিলনায়তনে জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট উপজেলা আয়োজিত স্মরন সভায় প্রধান অতিথি’র বক্তব্যে মাওঃ আলিম উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা সেক্রেটারী মাওঃ ক্বারী হারুনুর রশিদ চতুলীর পরিচালায় এবং আল্লামা মোঃ বীন ইদ্রিস লীপুরির সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওঃ মাহমুদুল হাসান রায়গড়ী, মাওঃ সামছুদ্দিন, মাওঃ মঈন উদ্দিন, মাওঃ আব্দুল মুমিন, মাওঃ আব্দুল কাদির, মাওঃ রুহুল আমিন, মাওঃ আব্দুল্লাহ বাহার, মাওঃ নজির আহমদ, মাওঃ বদরুল ইসলাম, মাওঃ আব্দুল কাদির, মাওঃ দেলোওয়ার, হাফিজ নজরুল ইসলাম প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়