Sunday, October 28

কানাইঘাটে ১ দিনব্যাপী মিনি ফুটসাল টুর্নামেন্ট আগামী ৩১ অক্টোবর

কানাইঘাটে সুরমা ভয়েজ কাব কর্তৃক আয়োজিত ১ দিনব্যাপী দিবারাত্রী মিনি ফুটসাল টুর্ণামেন্ট আগামী ৩১ অক্টোবর গাছবাড়ী আইডিয়্যাল কলেজ মাঠে অনুষ্টিত হবে।

খেলার নিয়মাবলি

বাংলাদেশের মিনিবার প্রচলিত নিয়মানুযায়ী খেলা চলবে।

<>< খেলা চলাকালীন সময়ে রেফারীর সিদ্বান্ত বলে গণ্য চলবে।

<>< সর্ব সময়ে কমিটির সিদ্বান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

<>< খেলা সকাল ৮-৩০ ঘটিকার সময়ে আরম্ভ হবে।

<>< নির্দিষ্ট সমযের ২০ মিনিট আগে মাঠে আসতে হবে।

<>< প্রত্যেক দলের ৬ জন খেলওয়াড় অংশগ্রহণ করতে পারবে।

<>< প্রত্যেক দলের নিজ নিজ বল বোট ও জারসি নিয়ে আসতে হবে।

খেলায় পুরষ্কার হিসেবে ১ম পুরষ্কার ১টি ১৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন,২য় পুরষ্কার ১টি ১৪ ইঞ্চি সাদা কালো টেলিভিশন এছাড়াও ভালো খেলোয়াড়দের জন্য আকর্ষনীয় বিশেষ পুরষ্কার রয়েছে।

খেলায় এন্ট্রি ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এন্ট্রি ফি জমা দেওয়ার স্থান মা-ট্রেডার্স,এবি রেষ্টুরেন্ট গাছবাড়ী বাজার।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়