Sunday, October 7

কানাইঘাটে যুবলীগ নেতা কর্তৃক তহশীলদার লাঞ্ছিত করার ঘটনা ॥ দায়েরকৃত মামলা আপোষে নিষ্পত্তি

কানাইঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ আব্দুল্লাহ কর্তৃক ৫নং বড়চতুল ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারকে লাঞ্ছিতের ঘটনায় কানাইঘাট থানায় তহশীলদার মতিউর রহমান কর্তৃক দায়েরকৃত মামলা আপোষে নিষ্পত্তি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয়



সাংবাদিকদের জানান যুবলীগ নেতা আব্দুল্লাহ ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরণের কোন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটবে না মর্মে প্রশাসন ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দের সোহার্দ্যপূর্ণ যৌথ বৈঠকের পর মামলা নিষ্পত্তি প্রক্রিয়াধীন রয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেনের উপস্থিতিতে মামলা নিষ্পত্তির লক্ষ্যে এক আপোষ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মুবশ্বির আলী চাচাই, সুবেদার আফতাব উদ্দিন এবং প্রশাসনিক কর্মকর্তা ও তহশীলদার মতিউর রহমানের উপস্থিতিতে বৈঠকে গত ২৭ সেপ্টেম্বর জমি সংক্রান্ত ঘটনা নিয়ে যুবলীগ নেতা আব্দুল্লাহ তহশীলদার মতিউর রহমানকে লাঞ্ছিতের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং লিখিত অঙ্গীকারনামাও দেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাইর সাথে কথা হলে তিনি জানান বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ মামলা আপোষ নিষ্পত্তির মাধ্যমে প্রত্যাহার করা হয়েছে এ মর্মে লিখিত আপোষনামা পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মামলাটি নিষ্পত্তি করা হবে।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়