Thursday, October 25

কানাইঘাটে এম.ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদের জনসভা সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী মঙ্গলবার বিকেল ৩টায় কানাইঘাট পূর্ব বাজার ডাক বাংলো মাঠে কানাইঘাট এম.ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত জনসভা সফলের লক্ষ্যে ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদ, কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভা সফলের লক্ষ্যে গত বুধবার বিকেল ৫টায় কানাইঘাট পূর্ব বাজারস্থ বিএনপি’র কার্যালয়ে বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, উলামাদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এম.ইলিয়াস আলী মুক্তি পরিষদ কানাইঘাট উপজেলা শাখার আহ্বায়ক ও কানাইঘাট-জকিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়কারী চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভাকে জন সমুদ্রে পরিণত করার জন্য উপজেলা জুড়ে ব্যাপক মাইকিং প্রচার-প্রচারণাসহ সকল হাট বাজারে প্রচার মিছিলের সিন্ধান্ত গৃহিত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফ্ফার, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপি’র সহসভাপতি এম.ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মখন মিয়া, সদস্য সচিব ও জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এডভোকেট এটিএম ফয়েজসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন। এদিকে ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আগামী মঙ্গলবারের জনসভাকে ঘিরে কানাইঘাট বিএনপির অঙ্গসংগঠন সহ সর্বস্থরের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলতি হচ্ছে। জনসভায় বিপুল সংখ্যক জনসমাগম ঘটবে বলে মামুনুর রশিদ মামুন জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়