Tuesday, October 30

কানাইঘাটে ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের বিশাল জনসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম বলেছেন, রাষ্ট্রপরিচালনায় এ সরকারের সীমাহীন ব্যর্থতা, দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, হত্যা, নির্যাতন নিপীড়ন ও দেশের স্বার্থ বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে বলিষ্ট ভূমিকা পালন করায় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াছ আলীকে এ সরকার সাড়ে ৬ মাস ধরে গুম করে রেখেছে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ সরকারকে মতা থেকে বিতাড়িত করে খালেদা জিয়ার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালেটের মাধ্যমে দেশপ্রেমিক সরকার গঠন করে সিলেটের কোটি মানুষের প্রিয় নেতা এম. ইলিয়াছ আলীকে মুক্ত করে আনা হবে। দিলদার হোসেন সেলিম আজ মঙ্গলবার বিকেল ৩টায় কানাইঘাট ডাকবাংলো মাঠে ইলিয়াছ আলী মুক্তি সংগ্রাম পরিষদ কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ যাবতকালের সর্ববৃহৎ জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও উপজেলা ও পৌর ইলিয়াস মুক্তি পরিষদের সচিব অধ্যাপক ফরিদ আহমদ ও পৌর কাউন্সিলার শরীফুল হকের যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফফার বলেন, টিপাইমুখ বাঁেধর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করায় এবং বৃহত্তর সিলেটের নেতৃত্ব শূন্যতা করার জন্য এম. ইলিয়াছ আলীকে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা গুম করে রেখেছে। সিলেটবাসী আজ জেগে উঠেছে। যেকোন আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের প্রিয় নেতা এম. ইলিয়াছ আলীকে মুক্ত করে আনবে। জনসভায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন- ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি শেখ মখন মিয়া চেয়ারম্যান, সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম ফয়েজ, জেলা বিএনপির সহসভাপতি সোনা মিয়া মেম্বার, মুজাহিদ আলী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, যুগ্ম আহবায়ক আরীফ ইকবাল নেহাল, জেলা যুবদলের সহসভাপতি সুদিপ্ত রঞ্জন সেন বাবু, জেলা উলামা দলের সভাপতি আজিজ ইবনে মুছব্বির। এ ছাড়া বক্তব্য রাখেন, কানাইঘাট পৌর বিএনপি’র সভাপতি হাজী ইফজালুর রহমান, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, সাহাব উদ্দিন চেয়াম্যান, ডাঃ মানিক মিয়া চেয়াম্যান, সমশের আলম চেয়াম্যান, সাবেক চেয়াম্যান আব্দুল হামিদ, সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম বিএ, ইলিয়াছ আলী মুক্তি সংগ্রাম পরিষদের কানাইঘাট শাখার যুগ্ম আহবায়ক হাজী জসিম উদ্দিন, গোলাম মোস্তফা, শাহজাহান সেলিম বুলবুল, আব্দুর রাজ্জাক, জামাল উদ্দিন, ডাঃ ইয়াকুব আলী, ১৮ দলীয় ঐক্যজোটের সদস্য সচিব মুফতি এবাদুর রহমান, উপজেলা যুবদল সভাপতি এম.এ.মান্নান, ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম, পৌর ছাত্রদল সভাপতি রুহুল আমিন, কলেজ ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম, শ্রমিকদল সভাপতি জাকারিয়া, স্বেচ্ছাসেবকদল সভাপতি নাজিম উদ্দিন, পৌর সভাপতি মিজানুর রহমান, পৌর যুবদল সভাপতি জসিম উদ্দিন প্রমুখ। জনসভার শুরুর পূর্বে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি শ্রমিকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, উলামাদল, ছাত্রদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে জনসভায় যোগদান করেন।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়