Friday, October 19

আগামী নির্বাচনে ইভিএম ব্যাবহার হবে না

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবেনা। স্থানীয় সরকারের অধীনের নির্বাচনগুলোতে আমরা ইভিএম ব্যবহার করব। বর্তমান আইনে তাই উল্লেখ রয়েছে। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে বিদ্যমান আইন পরিবর্তন করতে হবে।

এর আগে একজন নির্বাচন কমিশনার আগামী জাতীয় নির্বাচনে আংশিক পরিমাণে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন। এর জন্য প্রয়োজনে নির্বাচনের ছয় মাস আগে আইন করবেন বলেও সেই কমিশনার জানান।

সে কমিশনারের বক্তব্য সম্পর্কে সিইসি বলেন, ��জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে আমি বলিনি। আমাদের সিদ্ধান্ত হয়েছে সিটি করপোরেশন ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে ব্যবহারের বিষয়ে। ভবিষ্যতে আমরা উপজেলা পর্যায়েও এ প্রযুক্তি ব্যবহার করব।��সিইসি বলেন, ��আসন সীমানা পুনর্নিধারণ সকলের বিষয়। এ বিষয়ে সংলাপে আমরা সব দলকে আমন্ত্রণ জানাবো। আমরা আশা করি সব দল এ সংলাপে যোগ দেবে। সংলাপে যোগ দিলে বিএনপিরই লাভ।��

তিনি বলেন, ��ঈদের আগেতো আর সময় নেই। ঈদের পরেই ইসি সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে। আমরা সময় নিয়ে দলগুলো দাওয়াত দিতে চাই। কারণ বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্ব সহকারে তাদের কথাও শুনতে চাই।��তবে ঈদের পর কখন এ সংলাপ বসবে তিনি তার নির্দিষ্ট দিন তারিখ প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।দলগুলো সংলাপে অংশ নিয়ে কমিশনকে ভাল পরামর্শ দিবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংলাপের মূল এজেন্ডা আসন সীমানা পুনর্নিধারণ হলেও কেউ চাইলে অন্য বিষয়েও মতামত দিতে পারবেন বলেও জানান রকিবউদ্দিন আহমদ।একই বিষয় নিয়ে ইতোমধ্যে ইসি সুশীল সমাজ ও সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গেও সংলাপ করেছেন। এ সংলাপ সম্পর্কে তিনি বলেন, ��সংলাপে অংশ নেয়া কেউ যদি পরবর্তীতেও আমাদেরকে কোন বিষয়ে মতামত জানাতে চান, তিনি চিঠি দিয়ে বা এসে তার মতামত জানিয়ে দিতে পারবেন।��

টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচন ও রংপুর সিটি করপোরেশনের নির্বাচন প্রস্তুতি এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।ফেয়ার নিউজ




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়