Wednesday, October 17

বিসিবির নতুন সভাপতি নাজমুল হাসান পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন।বুধবার সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পাপন আবাহনী লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে বর্তমানে দায়িত্বে আছেন।তিনি বিসিবির শীর্ষ পদে আ হ ম মুস্তফা কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন। আইসিসির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় নিয়ম অনুযায়ী বিসিবির পদ ছেড়ে দিতে হয় মুস্তফা কামালকে।

গত সোমবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারকে তিনি লিখিতভাবে তার পদে নতুন কাউকে নিয়োগ দেয়ার কথা জানিয়ে দেন।

এরপর গত সপ্তাহে মুস্তফা কামালের আইসিসিতে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। আর সে সময় থেকেই নতুন সভাপতির মনোনয়ন নিয়ে বিভিন্ন গুঞ্জন চলছিল।

এই পদে পাপনের পাশাপাশি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরীর নামও শোনা যাচ্ছিল, যিনি আগেও বিসিবির সভাপতি ছিলেন।

ভৈরব-কুলিয়ারচরের সংসদ সদস্য পাপন বর্তমানে কুয়েতে অবস্থান করছেন বলে জানা গেছে। সফর শেষে বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা রয়েছে।ফেয়ার নিউজ






শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়