Sunday, October 14

::কানাইঘাটে পুলিশের উপর হামলার ঘটনায় আড়াই শতাধিক লোকজনের বিরুদ্ধে এসল্ট মামলা !! গ্রেফতার ৩::

কানাইঘাটের সীমার বাজার থেকে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জৈন্তাপুর মডেল থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামী, এলাকার চিহ্নিত অপরাধী দাঙ্গাবাজ ও হত্যাসহ ৪টি মামলার আসামী আব্দুল মুতলিবকে যৌথ অভিযান চালিয়ে কানাইঘাট ও জৈন্তাপুর থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করাকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা এবং হত্যা মামলার আসামীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। জৈন্তাপুর মডেল থানার এস.আই সেলিম উদ্দিন বাদী হয়ে পুলিশের উপর হামলা, দুই পুলিশ সদস্যকে আহত ও হত্যা মামলার আসামীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় কানাইঘাট থানায় বাদী হয়ে উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের আগতালুক ও আশপাশের বিভিন্ন গ্রামের ২০জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ২০০/২৫০জনকে আসামী করে পুলিশ এসল্ট মামলা দায়ের করেছেন। থানার মামলা (নং-২০) ১৩-১০-১২। এদিকে কানাইঘাট থানা পুলিশ গত শনিবার গভীর রাত পর্যন্ত সীমার বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশের উপর হামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে আগ তালুক গ্রামের ৩যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো আগতালুক গ্রামের মফিজ আলীর ছেলে আমিরুল ইসলা (২৬) আব্দুল জলিলের ছেলে মাসুদ (২৫) ও নিজাম উদ্দিনের ছেলে ফখরুল (২৬)। আটককৃতদের পুলিশ এসল্ট মামলার আসামী দেখিয়ে গতকাল আদালতে সোপর্দ করেছে পুলিশ। তবে হাতকড়াসহ পালিয়ে যাওয়া জৈন্তাপুর থানায় দায়েরকৃত মুবশ্বির আলী হত্যা মামলার আসামী কানাইঘাটের আগতালুক গ্রামের তজম্মুল আলীর পুত্র আব্দুল মুতলিব (৩৮)কে ধরতে তার নিজ বাড়ীসহ বিভিন্ন স্থানে গতকাল পর্যন্ত কয়েকদফা অভিযান চালানোর পরও এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারে নি। তাকে ধরতে বিভিন্ন স্থানে ষাড়সী অভিযান চলছে বলে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। অপরদিকে পুলিশ বাদী হয়ে আড়াই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এসল্ট মামলা দায়ের করায় ঘটনার পর থেকে গ্রেফতার আতংকে এলাকা পুরুষ শূণ্য হয়ে পড়েছে। ওসি আব্দুল হাই স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে আস্বস্থ করে বলেছেন পুলিশের উপর যারা বিনা কারনে হামলা চালিয়েছে এবং হত্যা মামলার আসামীকে যারা ছিনিয়ে নিয়েছে সেই সব দুবৃত্তদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে গ্রেফতার করা হবে। নিরীহ কাউকে পুলিশি হয়রানী করা হবে না বলে তিনি শনিবার গভীর রাত পর্যন্ত এলাকায় অবস্থান করে স্থানীয় লোকজনকে আস্বস্থ করেছেন।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়