সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ২১৫৯ এর অন্তভুক্ত কানাইঘাট উপজেলা আঞ্চলিক কমিটি বিলুপ্ত করা হয়েছে। সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া গত ১৫ অক্টোবর স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকায় কানাইঘাট আঞ্চলিক ট্রাক শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এখন থেকে কানাইঘাট আঞ্চলিক কমিটির সাথে কোন প্রকার সাংগঠনিক কাজ ও কোন ধরনের লেন দেন না করার জন্য সকল শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ করেছেন জেলা নেতৃবৃন্দ। উল্ল্যেখ্য যে, হারিছ মিয়াকে সভাপতি ও জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কানাইঘাট আঞ্চলিক ট্রাক শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হলেও এ কমিটির কয়েক জনের ব্যর্থতা ও সংগঠন বিরোধি কার্যকলাপের কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে সর্বস্থরের ট্রাক শ্রমিকরা জানিয়েছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়