নিজাম উদ্দিন/কাওছার আহমদ:
এম. ইলিয়াস আলীর সন্ধান এবং তত্ত্বাবধায়ক সরকার পুর্নঃবহালের দাবীতে কানাইঘাটে জামায়াতে ইসলাম ছাড়া ১৮ দলীয় ঐক্যজোট উদ্যোগে আজ বুধবার বাদ আছর কানাইঘাট বাজারে ব্যাপক শোডাউন করেছে ১৮দলের অর্ন্তভুক্ত বিএনপি ও ইসলামী সমমনা দল অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীরী। জামায়াতকে বাদ দিয়ে সম্প্রতি ১৮দলীয় ঐক্য জোটের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠনের পর মহাজোট সরকার মতায় আসার প্রায় চার বছরের পর প্রায় ৩হাজার নেতাকর্মীদের অংশগ্রহনে বড় ধরনের কোন শো-ডাউন কানাইঘাটে বিরোধী জোটের উদ্যোগে উপজেলা সদরে পালিত হয়েছে। মিছিলটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদণি শেষে কানাইঘাট দণিবাজারে গিয়ে এক মহাসমাবেশে মিলিত হয়। ১৮দলীয় জোটের কানাইঘাট পৌরশাখার আহবায়ক হাজী ইফজালুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ১৮ দলের সদস্য সচিব মুফতি ইবাদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ১৮দলের পৌর সচিব জমিয়তে উলামা ইসলামের সভাপতি মাওঃ ফজলুর রহমান, থানা বিএনপি’র সহসভাপতি ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, ডাঃ আবু শহিদ, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান হামিদুল হক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওঃ আব্দুস সালাম, উপজেলা ইসলামী ঐক্যজোটের সেক্রেটারী মাওঃ খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার হাজী শরীফুল হক, জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক হাজী জসিম উদ্দিন, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওঃ নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আব্দুল মন্নান, যুগ্ম আহবায়ক মামুন রশিদ, সায়িক আহমদ, কাওছার কাঙ্গালী, ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি রাশিদুল হাসান টিটু, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওঃ নজরুল ইসলাম, সেক্রেটারী মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওঃ নজরুল ইসলাম, সেক্রেটারী শিব্বির আহমদ, বিএনপি নেতা ডাঃ ইয়াকুব আলী, নুরুল হোসেন বুলবুল, মোহাম্মদ আলী মেম্বার, আজির উদ্দিন ভেড়া, নজরুল ইসলাম রুকন, স্বেচ্ছাসেবক দল নেতা নাজিম উদ্দিন, জলাল আহমদ জনি, মিজানুর রহমান, মোহাম্মদ আলী, শ্রমিক দল নেতা জাকারিয়া, লালই, জাফর, সেলিম, আবিদ, শরিফ, হারিছ, রহমত, বিলাল, এতিম, শাকের, আশিক, ছাত্রদল নেতা রুহুল আমিন, রুহুল আম্বিয়া, কয়ছর, করিম চৌধুরী প্রমুখ।
Amora 18 dolio juter aro juralu programme dekte chy ay durniti grhostho sorkarer birudde.thnxx k'ghat bnp
ReplyDelete