আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে বারাক ওবামাকে নিরঙ্কুশ সমর্থন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় অনুষ্ঠিত ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশনের বিল ক্লিনটন বলেন, আমি গর্বের সঙ্গে বারাক ওবামাকে ডেমোক্র্যাটদের প্রার্থী মনোনয়ন করছি এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তাকে চাই আমি।�তিনি আরো বলেন, এমন এক ব্যক্তিকে তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চান, যিনি কোনো প্রকার সন্দেহ ছাড়া বিশ্বাস করেন। সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিতে একমাত্র যোগ্য নেতা ওবামা, তাই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তিনি ওবামাকেই দেখতে চান। এছাড়া মার্কিন অর্থনীতিতে আধুনিকায়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখার জন্য ওবামার প্রশংসা করেন ক্লিনটন। ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়