রূপালী ব্যাংকের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ কানাইঘাট জকিগঞ্জের কৃতি সন্তান ড. আহমদ আল কবির বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত হওয়ায় কানাইঘাট গাছবাড়ী বাজারে গত শুক্রবার বাদ মাগরিব স্থানীয় যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গলি প্রদণি শেষে দণি বাজারে এক পথসভায় মিলিত হয়। উপজেলা যুবলীগের সদস্য সালেহ আহমদের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা আশিক আহমদের পরিচালানায় ড. আহমদ আল কবিরকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায় সেবুল আহমদ, যুবলীগ নেতা আব্দুল লতিফ, মুমিন খান, শ্রীদাম দাস, সাদিক, সুলেমান, আতাউর রহমান, হোসেন আহমদ, খছরু, শ্রমিকলীগ নেতা জসীম উদ্দিন, ছাত্রলীগ নেতা জামিল, আবুল কালাম, হারুনুর রশিদ, আব্দুল্লাহ প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়