জমিয়তে উলামা সিলেট মহানগর শাখার ডাকে গতকাল শুক্রবার বাদ জুমা এক বিশাল গণমিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রচারের কারণে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে সব রকম রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বন্দরবাজার জামে মসজিদ থেকে বের হওয়া এ বিশাল মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্ট মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তাগণ বলেন, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী (র.), আল্লামা মুশাহিদ বায়মপুরী (র.), হযরত শাইখে কৌড়িয়া (র.), আল্লামা আবদুল হক গাজী নগরী (র.), আল্লামা শেখ আবদুল্লা হরিপুরী (র.) এর মত বুজুর্গানে দ্বীনের রেখে যাওয়া জমিয়তে উলামার এই কাফেলা যে কোন মূল্যে মহানবীর শত্রুদের রুখবেই। সংগঠনের মহানগর আহ্বায়ক কমিটির অন্যতম মাওলানা তাহুরুল হক জকিগঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন মহানগর কমিটির অন্যতম আহ্বায়ক জননেতা এডভোকেট মোহাম্মদ আলী, মাওলানা মামুনুর রশীদ, সদস্য সচিব মাওলানা ইয়াহইয়াহ, মাওলানা কারী হারুনুর রশীদ, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আ. শাকুর, মাওলানা আবদুল হামিদ, মাওলানা আবদুল্লাহ শাকির, মাওলানা হাফিজ দেলোয়ার হুসাইন, মাওলানা ইসলামুদ্দীন, মাওলানা বদরুল হাসান, হাফিজ নজীর আহমদ প্রমুখ। সভা পরিচালনা করেন মাওলানা আলীমুদ্দিন ও শরীফ আহমদ। সভায় নারী নেতৃত্ব ও মওদুদী বাদের খপ্পর থেকে বেরিয়ে এসে আল্লামা আলীমুদ্দীনের নেতৃত্বে জমিয়তে উলামায় যোগ দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়