Saturday, September 15

কানাইঘাটে ভ্রাম্যমান আদালতের ১৯হাজার ৫শত টাকা জরিমানা আদায়

আজ শনিবার কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট এস.এম.সোহরাব হোসেনের নেতৃত্বে কানাইঘাট বাজারে বেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দু’টি আইসক্রীম ফ্যাক্টরী এবং এক মাংস ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৯ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশ্রিত করার অপরাধে লাভলী আইসক্রীম ফ্যাক্টরী ৮হাজার, রিমা আইসক্রীম ফ্যাক্টরী ৫হাজার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মাংস ব্যবসায়ী ইসলাম উদ্দিনকে ৬হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও নির্বাহী কর্মকর্তা প্রতি কেজী গরুর মাংসের মূল্য ২’শ ৭০টাকা হারে বিক্রি করার নির্দেশ প্রদান এবং গরু ও মহিষের মাংস কখনো একসাথে মিশিয়ে বিক্রি করা যাবে না বলে নির্বাহী কর্মকর্তা মাংস ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করেন। অভিযানের সময় নির্বাহী কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন কানাইঘাট থানার ওসি রফিকুল হোসেইন, স্যানিটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়