Saturday, September 22

পুলিশ ও ইসলামী দল সংষর্ষ, আহত ৫০ : রোববার হরতাল

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ সঙ্গে ইসলামী সমমানা ১২ দলের সংঘর্ষে সাংবাদিক পুলিশ সহ ৫০ আহত এবং ৪৫ জন গ্রেফতার হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,জাতীয় প্রেস ক্লাব,পল্টন, কাকরাইল, দৈনিক বাংলা মোড়, বিজয়নগর এলাকায় আজ সকল প্রকার সভা সমাবেশ,জমায়েত নির্ষেধ ছিলো । তারপরও আজ সকালে যুক্তরাষ্ট্রে নির্মিত হযরত মুহাম্মদকে (স.) নিয়ে বিতর্কিত চলচিত্রের প্রতিবাদে ইসলামি সমমনা ১২ দলের নেতাকর্মীরা প্রেস ক্লাবে জড়ো হয়ে সমাবেশ করে। সমাবেশে তারা রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালসহ সরকারবিরোধী শ্লোগান দিতে থাকে। পুলিশ নিষেধ করলে তারা পুলিশের ওপর চড়াও হয় । এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে প্রেসক্লাবের ভিতর থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা নয়াদিগন্তের ফটো সাংবাদিক নূর হোসেন পিপলের মোটরসাইকেলে, বিআরটিসির একটি বাস (ঢাকা-মেট্রো-ব ১১-৪০০৯), গাবতলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-জ ১১-২৮০১)ও পুলিশের প্রিজন ভ্যানে (ঢাকাণ্ড ড-১৪০৩) আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জসহ ৫/৭ টি টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে ডিবির ক্যামেরাম্যান মাধব কুমার, প্যাট্রো ইনেসপেক্টর শহীদ,সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছে। আহত ডিবির ডিবির ক্যামেরাম্যান মাধব কুমার, প্যাট্রো ইনেসপেক্টর শহীদকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনরত আছে ।

এ সময় গ্রেফতার হয়েছেন আহমোদুল্লাহ আশরাফ,ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, খেলাফত আন্দোলনের সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী ফখরুল ইসলাম, যুবদল দক্ষিনের সিনিয়র সহ সভাপতি শরীফ হোসেন,কাওসার, ছাত্র দলের ২৩ নং ওয়ার্ড সেক্রেটারি লুৎফর রহমান টিটু, মামুন, জহুরুল হক, খাদিমুল,আলমগীর, সূজন,মোখলেসুর,দীন ইসলাম,মাসুদ, ওলামালীগের মিজানুর গোলাম রব্বানী,নুরননবী,জহিরুল্লাহ,ওমর,মহিবুল্লাহ,গড়বো বাংলাদেশের কর্মী সৈকত,ইয়াসিন, মিলন,হাবিবুরসহ ৪০/৪৫ জনকে পুলিশ গ্রেফতার করে।

পুলিশের রমনা জোনের ডিসি সৈয়দ নুরুল ইসলাম বলেছেন,এ সংঘর্ষ পূর্ব পরিকল্পনানুযায়ী হয়েছে। ইসলামীসমমনা ১২ দলের ব্যানারে জামায়াত-শিবির নেতা কর্মীরা উপস্থিত ছিলো। সংঘর্ষের সময় তাদেরকে অংশ নিতে দেখেছি। এছাড়া নাসিরউদ্দীন পিন্টু মুক্তি পরিষদের নেতাকর্মীদের হামলায় সক্রিয় ভূমিকা ছিল। তারা আমাদের ওপর আক্রমন করলে আমরা পরিস্থিতি নিয়নন্ত্রে আনতে টিয়ারসেল নিক্ষেপ করেছি। আমরা নিজের গায়ে ৭/৮ টি ইট লেগেছে। পল্টন, কাকরাইল, দৈনিক বাংলা মোড়, বিজয়নগরসহ এর আশপাশের এলাকায় পুলিশের অবস্থান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পুলিশ প্রেসক্লাব এলাকা ঘিরে রেখেছে। প্রেসক্লাবের দুই ফটকেই অবস্থান নিয়েছে পুলিশ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে হয়রত মুহাম্মদকে (স.) নিয়ে নির্মিত বিতর্কিত চলচ্চিত্রকে কেন্দ্র বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ চলছে। গতকাল শুক্রবারও বাংলাদেশের ইসলামী সমমনা ১২ দল বিক্ষোভ করেছে। তারা পূর্ব ঘোষণানুসারে আজ শনিবার পল্টনে সমাবেশ ডাকে । কিন্তু পল্টন, প্রেসক্লাব, বিজয়নগরসহ এর আশপাশের এলাকায় পুলিশ সমস্ত সভা-সমাবেশ নিষেধ করলে ইসলামিদলগুলো প্রেসক্লাবের ভিতরে সমাবেশ করে এবং রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা দিয়েছে। ফেয়ার নিউজ




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়