Monday, September 24

ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের কানাইঘাট উপজেলা কমিটির অনুমোদন লাভ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার লক্ষে চলমান আন্দোলন আরো বেগবান করার নিমিত্তে সিলেট মহানগরসহ বিভিন্ন উপজেলার ন্যায় কানাইঘাটেও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক কমিটি গত ২০ সেপ্টেম্বর গঠন করা হয়েছে। বিএনপি নেতা, সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) আপ্যায়ন সম্পাদক ও কানাইঘাট-জকিগঞ্জ বিএনপির সমন্বয়ক মামুনুর রশিদ (মামুন) কে আহবায়ক ও উপজেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান আহমদ সিদ্দিকী দুদু মিয়া, বিএনপি নেতা ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের জেলা শাখার সদস্য সাংবাদিক আব্দুর রব, মখলিছুর রহমান মেম্বার, ডাঃ আবু শহীদ, রফিক আহমদ চৌধুরী চেয়ারম্যান, হামিদুল হক চেয়ারম্যান, শমসের আলম চেয়ারম্যান, ডাঃ মোঃ ইয়াকুব, আ.ফ.ম ফয়জুল হক, হাজী জসিম উদ্দিন, মোহাম্মদ আলী মেম্বার, আলতাফ হোসেন চেয়ারম্যান, ডাঃ মানিক মিয়া চেয়ারম্যান, শাহাব উদ্দিন চেয়ারম্যান, শাহজাহান সেলিম বুলবুল, আব্দুর রাজ্জাক রাজা মেম্বার, আব্দুল মান্নান, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, মোঃ জাকারিয়া কে যুগ্ম আহবায়ক এবং কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কানাইঘাট ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের কমিটি গঠন করা হয়। ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক আলহাজ্ব শেখ মখন মিয়া ও সদস্য সচিব এডভোকেট এ.টি.এম ফয়েজ এই কমিটি এ কমিটিকে অনুমোদন দিয়েছেন। পর্যায়ক্রমে কানাইঘাট উপজেলা ৯টি ইউনিয়ন ও পৌরসভায় ইলিয়াছ মুক্তি পরিষদের কমিটি গঠন করা হবে বলে আহবায়ক চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন জানিয়েছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়