ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিসহ নেতৃবৃন্দের উপর মামলা প্রত্যাহারের দাবীতে আজ দেশ ব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে কানাইঘাট উপজেলা শিবিরের উদ্যোগে বিকাল ৩টায় কানাইঘাট বাজারে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশি বাঁধায় শিবিরের মিছিলটি পন্ড হয়ে যায়। শিবির মিছিল করবে জানতে পেরে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল হুসাইনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ বাজারের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় এবং শিবিরকে মিছিল মিটিং না করার জন্য ওসি নেতৃবৃন্দকে ডেকে এনে সতর্ক করে দেন। এক পর্যায়ে শিবিরের নেতাকর্মীরা মিছিল না করে কানাইঘাট দক্ষিণ বাজারে এক সংক্সিপ্ত পথসভা করে। শিবির নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের বলেন, দেশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে অঘোষিত ভাবে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে রেখেছে সরকার। শিবিরকে আদর্শিকভাবে মোকাবিলা না করতে পেরে মামলা, হামলার পথ বেছে নিয়েছে সরকার।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়