দরবস্ত-কানাইঘাট-শাহবাগ ও গাজী বোরহান উদ্দিন সড়কসহ কানাইঘাট উপজেলার সকল জরাজীর্ন সড়কগুলো দ্রুত সংস্কার করে যান চলাচলের উপযুক্ত করে দেয়ার জন্য আজ বৃহস্পতিবার বিকাল ২ টায় কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেনের মাধ্যমে যোগাযোগ মন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন উপজেলার ১৮ টি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। স্বারকলিপিতে বলা হয়, ঝুঁকিপূর্ণ এসব রাস্তায় যানবাহন চলতে গিয়ে প্রায় প্রতিদিনই দূর্ঘটনা ঘটছে। এমতাবস্থায় জেলা সদরের সাথে যোগাযোগ রাকারী কানাইঘাট-দরবস্ত-শাহবাগ এবং বুরহান উদ্দিন সড়কসহ অভ্যন্তরীণ সকল রাস্তা যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ রূপে অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা সংস্কারের দাবীতে সকল পরিবহন সংস্থার নেতৃবৃন্দ স্থানীয় এমপি আলহাজ্জ হাফিজ আহমদ মজুমদারকেও অবহিত করা হয়েছে। এরই প্রেক্ষিতে তিনি নিজে সরেজমিনে উপস্থিত হয়ে রাস্তা-ঘাটের এরূপ বেহাল দশা প্রত্য করেছেন। এতদসত্ত্বেও অত্র উপজেলার রাস্তাঘাট সংস্কার করা হয় নাই। তাই জনস্বার্থে বাধ্য হয়ে সকল শ্রমিক সংগঠনের প থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়ের কাছে আগামী ১৫অক্টোবর ২০১২ইং তারিখের মধ্যে কানাইঘাট উপজেলার রাস্তা সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানানো হয়েছে। অন্যথায় উপজেলা ব্যাপী পরিবহন ধর্মঘট আহ্বান করতে বাধ্য হবে পরিবহন শ্রমিকসহ সকল শ্রমিক সংগঠনগুলো। স্বারকলিপি প্রদানকালে ১৮ টি সংগঠনের প থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিএনজি পরিবহন সমিতির সভাপতি ফিরোজ মিয়া, উপজেলা ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগের আহবায়ক জসিম উদ্দিন,ক্যারিক্যাব সমিতির সভাপতি হাবিবুল্লাহ, সিএনজি পরিবহন(দক্ষিণ বাজার) সমিতির সভাপতি আবিদুররহমান, সুরাইঘাট সিএনজি সমিতির সাধারণ সম্পাদক মামুনুররশিদ, লাইটেস পরিবহন সমিতির সভাপতি শরীফ উদ্দিন প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়