গত বুধবার কানাইঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার কানাইঘাটের চতুল বাজারে এ.এস.আই আরিফ রব্বানী ও হুমায়ুন এক অভিযান চালিয়ে ৮২পুরিয়া গাঁজাসহ বাজারের মাদক ব্যবসায়ী স্থানীয় দুর্গাপুর গ্রামের মৃত মফিজুর রহমানের পুত্র আব্দুস সামাদ কে পুলিশ গ্রেফতার করে। অপরদিকে একই দিনে এ.এস.আই অনুপম দেবনাথ অপর এক অভিযান চালিয়ে চতুল বাজারের সিঙ্গারাই রাস্তার কাছ থেকে মাদক বিক্রির সময় এক বোতল ভারতীয় অফিসার চয়েস মদ সহ দুর্গাপুর গ্রামের আব্দুল হকের পুত্র জসিম উদ্দিন (২৭) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেছে পুলিশ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়