শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে কানাইঘাটের ঈদ বাজার। প্রতি বছরের ন্যায় এবারো যেন ঈদ উদযাপনের প্রস্তুতিতে কারো কোন কমতি নেই। প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্যরে মধ্যে থেকে সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব পালনের ল্েয ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে । ক্রেতাদের উপচেপড়া ভিড়ে মার্কেট ও বিপনিবিতানগুলো সরগরম হয়ে উঠছে। ১৫ রোজার পর থেকেই এ ভিড় বাড়তে শুরু করেছে। বিশেষ করে সকাল থেকে দুপুর এবং সন্ধার পর দোকানগুলোতে মাত্রাতিরিক্ত ভিড় ল্য করা যাচ্ছে। ক্রমেই ভিড়ের মাত্রা বাড়ছে। ক্রেতাদের সামাল দিতে ব্যবসায়ীরা ও এখন রীতিমত হিমশিম খাচ্ছেন। ক্রেতাদের আকৃষ্ট করতে কাপড়ের দোকানগুলো সাজানো হয়েছে নবরূপে বাহারি সাজে। তবে গতবারের চেয়ে এবারের ঈদে বাজারে দাম অনেক চড়া, সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের অনেকটাই নাগালের বাইরে হওয়ায় এসব ক্রেতা তাদের সবচেয়ে পছন্দের জিনিসটি কিনতে পারছেন না। কানাইঘাটের বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে নারী-শিশুদের পোশাকের দোকানগুলোতে বেশী ভিড়। বিভিন্ন্ মার্কেট ঘুরে দেখা গেছে পুরুষদের চেয়ে নারীদের উপচে পড়া ভিড় বেশী। দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভীড় ল্য করা যাচ্ছে। বাজারের আল-মদিনা কথ ষ্টোর,ঢাকা শাড়ী ঘর,আল-হেরা কথ ষ্টোর,ফ্যাশন বাজার,গ্রামীন বাজার,আবুল সু ষ্টোর,তছির সু ষ্টোর, এন,টি,বস্ত্র বিতান সহ আরো অনেক প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে এসব প্রতিষ্ঠান ঈদ উপলে সাজানো হয়েছে বাহারি পোশাক আর নিত্য নতুন ডিজাইনের জুতোয়। এছাড়া ও কসমেটিক্র,চুড়ি,জুয়েলারি ও জুতার দোকানে ক্রেতাদের উপচে পড়া ভীড় লেগেই আছে । থান কাপড়ের দোকান গুলোতে ও ভীড় কম নয় । শুরু থেকেই থান কাপড়ের দোকান গুলোতে ভীড় থাকায় টেইলাররাও এখন মহাব্যাস্ত । ১৬ রোজার পর থেকে তারা ওর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। এদিকে ঈদ উপলে অভিজাত মার্কেট গুলোর পাশাপাশি ফুটপাতে ও ক্রেতাদের আনাগোনা বেশ বেড়েছে । হকাররা নিু আয়ের মানুষের জন্য সব ধরনের পোশাকের কালেকশন রেখেছেন । যার জন্য নিু আয়ের লোকেরা কম মূল্যে নিজেদের স্বাচ্ছন্দমত কেনাকাটা করতে পারছেন । উপজেলা সদরের বাজার ছাড়াও গাছবাড়ী বাজার,বীরদল বাজার,সুরইঘাট বাজার,মুলাগুল বাজার,মুকিগজ্ঞ,বড়দেশ বাজারগুলোতেও ঈদ মার্কেটিং জমে উঠেছে । এন,টি,বস্ত্র,বিতানের প্রোপ্রাইটর বিলাল আহমদ জানান,বেচাকেনা ভালই চলছে । গ্রামীণ বাজারের প্রোপ্রাইটর আব জ্বর জানান,আমাদের এখানে নিম্ন আয়ের মানুষের জন্য ও কেনাকাটার বিরাট সুযোগ রয়েছে,আমরা অতি স্বল্প মূল্যে পন্য বিক্রি করে থাকি । সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকান গুলো খোলা থাকছে ।
শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে কানাইঘাটের ঈদ বাজার
মাহবুবুর রশিদ :
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়