Monday, August 13

কানাইঘাটে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম সম্পন্ন

নিজাম উদ্দিন:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে সারা দেশের ন্যায় কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় ভোটার তালিকা হালনাগাদ ২০১২এর কার্যক্রম ৩ আগষ্ট থেকে শুরু হয়ে গত ১২ আগষ্ট পরিসমাপ্তি হয়েছে। হালনাগাদ ভোটার তালিকা তথ্য সংগ্রহকারী অনেকে বাড়ী বাড়ী না গিয়ে নির্দিষ্ট জায়গায় অবস্থান করে দায়সারভাবে জাতীয় ভোটার তালিকায় প্রাথমিক নাম অর্ন্তভুক্তি করা সহ তথ্য সংগ্রহে নানা অবহেলা ও বিড়ম্বনার কারণে শত শত ভোটার হালনাগাদ তালিকা থেকে বাদ পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৩ আগস্ট থেকে আজ ১২ আগস্ট পর্যন্ত হালনাগাদ ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্তির জন্য সময় নির্ধারণ করা হলেও নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও অনেকে এখন পর্যন্ত তথ্য সংগ্রহকারীদের দেখা পাননি বলে অনেকে জানিয়েছেন। বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পাওয়া গেছে অধিকাংশ তথ্য সংগ্রহকারীরা তাদের আওতাভুক্ত ওয়ার্ডভিত্তিক বিভিন্ন গ্রামে গিয়ে নির্দিষ্ট একটি বাড়ীতে অবস্থান করে হালনাগাদ ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্তি করছেন। প্রচার প্রচারনার অভাবে অনেকে না জেনে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তি করতে পারেন নি। তথ্য সংগ্রহকারীদের সাথে কথা বলে জানা গেছে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে হালনাগাদ কার্যক্রম সুষ্টু ভাবে সম্পন্ন করতে দিন রাত বিরামহীন প্রচেষ্টা চালিয়েছেন। তবে সময়ের সল্পতা, পবিত্র রমজান মাস, বর্ষা মৌসুম এবং ভোটার নিবন্ধনের জন্য জন্ম নিবন্ধন, মা-বাবার জাতীয় পরিচয় পত্রসহ বিভিন্ন কাগজপত্র উপস্থাপনে ব্যর্থ হওয়ায় তারা স্বাভাবিকভাবে হালনাগাদ কার্যক্রম পরিচালান করতে তাদের কিছুটা বেগ পেতে হয়েছে। বিশেষ করে হানাগাদ ভোটার তালিকায় প্রথমবারের মতো বয়স প্রমাণ সাপেে অর্ন্তভুক্তির জন্য জন্ম সনদ পেতে নানা বিড়ম্বনার হয়রানীর শিকার হচ্ছেন মানুষ। ২০০৫ সালে সারাদেশের ন্যায় কানাইঘাট উপজেলার প্রতিটি গ্রামের বাড়ীতে বাড়ীতে গিয়ে তথ্য সংগ্রহকারীরা জন্ম নিবন্ধনের কাজ সম্পন্ন করলেও স্থানীয় প্রশাসনের গাফলাতির কারণে এখানকার জনসাধারণ সরকারীভাবে জন্ম সনদ পান নি। যার ফলে তথ্য সংগ্রহকারীরা হালনাগাদ ভোটার তালিকার তথ্য সংগ্রহ করতে গিয়ে শুধু মাত্র জন্ম সনদ না থাকার কারনে শত শত ভোটাররা তালিকা থেকে বাদ পড়ছেন। নতুন ভোটাররা ােভ প্রকাশ করে বলেছেন, জন্ম নিবন্ধনের সনদ পেতে তাদের সংশ্লিষ্ট ইউনিয়ন অফিস থেকে ২/৩ দিন ব্যয়ের পাশাপাশি জন্ম সনদ সংগ্রহে ১০০/২০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। বাড়ীতে বাড়ীতে গিয়ে তথ্য সংগ্রহের কথা থাকলেও তথ্য সংগ্রহকারীরা দায়সারভাবে নির্দিষ্ট কিছু জায়গায় অবস্থান করে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করার কারনে পুরো উপজেলায় কয়েক হাজার ভোটার প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন বলে ধারনা করা হচ্ছে। হালনাগাদ ভোটার তালিকা থেকে যাতে করে কেউ না বাদ পড়েন তার জন্য হালনাগাদ ভোটার তালিকার সময় আরো বৃদ্ধির দাবী জানিয়ে বিভিন্ন এলাকা থেকে লোকজন ফোনে নির্বাচন অফিস ও স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কমিশনার অফিসার রায়হান শাহরিয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন হালনাগাদ ভোটার তালিকা সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে। তালিকা থেকে যাতে করে কেউ বাদ না পড়েন তার জন্য উপজেলা নির্বাচন কমিশনার অফিস থেকে সব ধরনের প্রদপে নেওয়া হবে। পাশাপাশি দায়িত্ব পালনে মাঠ পর্যায়ে কেউ অবহেলা করলে তা খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়