কানাইঘাটে সুরাইঘাট বাজারে গত বুধবার আ’লীগ বিএনপি সমর্থকদের মধ্যে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপি অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আজ বাদ আসর সুরাইঘাট বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ২নং লীপ্রসাদ ইউপি বিএনপি’র সভাপতি আব্দুল খালিক মোস্তফার সভাপতিত্বে ও বিএনপি নেতা নজরুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরিফুল হক, পৌর বিএনপি’র সাধারণ সম্পদাক অধ্যাপক ফরিদ আহমদ, বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, আজিজুল হক মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার, আব্দুশ শুকুর মেম্বার, থানা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এবাদুর রহমান লালই, তমিজ উদ্দিন, যুবদল নেতা ইসলাম উদ্দিন, রোমান সিদ্দিকী, রহমত আলী প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, গত বুধবার সুরাইঘাট বাজারে আ’লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর বিনা কারনে হামলা চালিয়ে কয়েকজন নেতাকর্মীরে আহত করে। তারা এলাকায় নারকীয় পরিস্তিতির সৃষ্টি করে উল্টো বিএনপি’র অঙ্গসংগঠনের ১০নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বলা হয় এ পর্যন্ত কানাইঘাটে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মতাসীন দলের নেতাকর্মীরা প্রায় ১০টি মিথ্যা মামলা দিয়ে শতাধিক নেতাকর্মীকে হয়রানী করছে এর ফল শুভ হবে না বলে বিএনপি নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারন করেন। তারা পুলিশ প্রসানকে নিরপে ভূমিকা পালনেরও আহ্বান জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়