Tuesday, August 28

কানাইঘাট থানা ছাত্রদলের সহসভাপতির পিতার মৃত্যুতে শোক প্রকাশ

কানাইঘাট ১নং লীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সহসভাপতি আজিজুল আম্বিয়ার পিতা এলাকার বিশিষ্ট মুরব্বি কান্দালা গ্রাম নিবাসী মোঃ নুর উদ্দিন (৬০) ইন্তেকাল করিয়াছেন। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সাবেক সাংসদ সিলেট জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল কাহির চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, কানাইঘাট-জকিগঞ্জ বিএনপির সমন্বয়কারী চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশিদ, পৌর বিএনপি’র সভাপতি ইফজালুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুল হুসেন বুলবুল, থানা বিএনপি নেতা পৌর কাউন্সিলার শরিফুল হক, জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক হাজী জসীম উদ্দিন, সাইপ্রাস বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জেলা বিএনপির অন্যতম নেতা ফারুক আহমদ,১নং লীপ্রসাদ ইউপি বিএনপি’র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শমসের আলম, থানা যুবদলের আহ্বায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহ্বায়ক সাজ উদ্দিন সাজু, কাওছার আহমদ বাঙ্গালী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, শ্রমিক দলের আহ্বায়ক মোঃ জাকারিয়া, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি হুসেন আহমদ, সহসভাপতি রাশিদুল হাসান টিটু সাধারণ সম্পাদক আব্দুল করিম শাহীন, সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন শামীম, কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কয়সর আলম ও সাংগঠনিক সম্পাদক করিম চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়