পাহাড়ী ঢল আর লোভা নদীর ঢেউয়ের তান্ডবে ক্রমশ ছোট হয়ে যা”েছ লোভা পর্যটন স্পট। গত বন্যার প্রবল স্রোতের প্রভাবে প্রতিবছরের মতো এবারও অন-ত ৪’শ থেকে ৫’শ ফুট পর্যটন স্পটের আকর্ষণীয় অংশ ভেঙ্গে গেছে। ফলে পর্যটন স্পটের বালুচর, সারি সারি সামাজিক বনায়ন, ঝাউবন, শালবনসহ নদীর তীরবর্তী গাছ লন্ডভন্ড হয়ে উপড়ে পড়ে আছে।সরেজমিনে দেখা গেছে, লোভা নদীর জিরো পয়েন্ট থেকে লোভারমুখ পর্যন- ফসলী জমির অসি’ত্ব বিলীন হওয়ার পথে। লোভার ঢেউয়ের প্রবল ঝাপটায় পর্যটন স্পটের বালুস-র ভেসে যা”েছ। অন্যদিকে লাশের মতো পড়ে আছে শত শত গাছ। চির চেনা সৌন্দর্য্য মন্ডিত লোভা পর্যটন স্পটে একাধিক দর্শনীয় স’ান বর্ষা মৌসুম আসতে না আসতেই গিলে খেয়েছে লোভা নদী। অবস’াদৃষ্টে মনে হ”েছ, অসি-ত্ব সংকটে পড়েছে পর্যটন স্পট। লোভার জিরো পয়েন্ট থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে লোভা ডাইকের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ভাঙ্গন সৃষ্টি হয়েছে এবং আরো কয়েক জায়গায় নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে। ওই অঞ্চলে বসবাসরত হাজার হাজার মানুষ চরম ঝুঁকির মুখে। বাঁধটি পুনঃনির্মাণ না করা হলে প্রায় ১০ হাজার হেক্টর ফসলী জমি নষ্ট হবে এবং ব্যাপক জানমালের ক্ষতি হবে। এদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য সূর্যোদয়-সূর্যাসে-র মনোরম দৃশ্য অবলোকনের পর পর্যটকদের চিত্তবিনোদনের জন্য দর্শনীয় স্পট হিসেবে গড়ে ওঠা মুলাগুল অঞ্চলের এক-তৃতীয়াংশ ভূমিক্ষয়ের কবলে পড়ে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে।সিলেট পাউবো’র শৈলেন চন্দ্র পাল বলেন, ভাঙ্গন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে শীঘ্রই দরপত্র আহ্বান করা হবে এবং পর্যটন স্পটের ভাঙ্গন প্রতিরোধে যথাযথ ব্যবস’া নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. সোহরাব হোসেনের সাথে আলাপকালে জানা যায়, লোভা অঞ্চলের ডাইক ভেঙ্গে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারের মাষ্টারপ্ল্যান অনুযায়ী ব্যবস’া নেওয়া হবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়