বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া ও শেখ হাসিনাকে বাদ দিয়ে দেশে কোনো রাজনীতি সফল হবে না ।নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার দুপুরে তাদের বনানীর বাসায় যান মির্জা ফখরুল। পরে তিনি বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ভারত সফর ও তৃতীয় ধারার রাজনীতি সম্পর্কে ফখরুল বলেন, আমরা এ নিয়ে চিন্তা করছি না। আমরা মনে করি- এদেশে দুই নেত্রীকে বাদ দিয়ে কোনো রাজনীতি সফল হবে না। যারা এটি চিন্তা করছেন, তারা অলীক চিন্তা করছেন। লিভিং ইন ফুলস প্যারাডাইজ।
ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির প্রধান এরশাদ গত ১৩ অগাস্ট ভারত সফরে যান। সেখানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তার বৈঠকে বাংলাদেশের রাজনীতি এবং পরবর্তী নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লি এরশাদকে যথেষ্ট রাজনৈতিক গুরুত্ব দিচ্ছে।খবর নিউজ
ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির প্রধান এরশাদ গত ১৩ অগাস্ট ভারত সফরে যান। সেখানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তার বৈঠকে বাংলাদেশের রাজনীতি এবং পরবর্তী নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লি এরশাদকে যথেষ্ট রাজনৈতিক গুরুত্ব দিচ্ছে।খবর নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়