সুনামগঞ্জের ধর্মপাশা উপজলোয় বজ্রপাতে ১৩ জনরে মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১৫ জন। শুক্রবার রাত ৯টায় তারাবরি নামাজ পড়া শেষে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর গ্রামের মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম বজ্রপাতে ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।নিহতরা হলেন- বাদশা মিয়া (১৪), নূর ইসলাম (৫০), তাহের আলী (৫৪), আকিক মিয়া (৫৫), নজরুল ইসলাম (৫৫), হযরত আলী (২২), রিপন (২০), মানিক (২০), নুরুল ইসলাম (২৪), মসজিদের ইমাম শাহাব উদ্দিন (৫৫), মজনু মিয়া (২৮), গফুর মিয়া (৭৫) ও নূর মিয়া (৫৫)।জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন আহমদ বলেন, রাতে তারাবির নামাজ শেষ হলে মুসল্লিরা যখন মসজিদ থেকে বেরিয়ে আসছিলেন, তখনই বজ্রপাত হয়। দুর্গম ওই হাওর এলাকায় বজ্রপাতে কয়েকজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে আনার পথে ট্রলারে মারা যান বাকিরা। খবর:-বাংলা টাইমস২৪
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়