অবশেষে দীর্ঘদিন ধরে সংস্কার বিহীন জরাজীর্ণ যানবাহন চলাচলে অনুপযোগী জনগুরুত্বপূর্ণ শাহবাগ- কানাইঘাট-দরবস্ত রাস্তার সংস্কারের জন্য যেগাযোগ মন্ত্রনালয় থেকে প্রাথমিক পর্যায়ে ৬কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক ৬কোটি টাকা বরাদ্ধের কথা স্বীকার করে সিলেট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিম জানান ঈদের পর পরই দ্রুত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ৬কোটি টাকার কাজ শুরু হবে। তিনি আরো জানান ২/১দিনের মধ্যে জনদুর্ভোগ লাঘবে রাস্তার গর্তস্থানে নতুন করে ডাস্টার ফেলা হবে। দীর্ঘ একযোগ ধরে শাহবাগ-কানাইঘাট-দরবস্ত সড়কটির সংস্কারের কাজ না হওয়ায় রাস্তাটি অধিকাংশ জায়গা দেবে গিয়ে পিচ উঠে খানা-খন্দক ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এ রাস্তা দিয়ে যান বাহন করে যাতায়াতকারী হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বর্তমান সরকার মতায় আসার পর রাস্তাটি প্রসস্ত করণের কাজ সম্পন্ন করা হলেও দীর্ঘদিন ধরে রাস্তার মূল অংশের কার্পেটিং ও বিটোমিন এর কাজ সম্পন্ন না হওয়ায় জনদুর্ভোগ মারাত্মক আকার ধারণ করে। রাস্তাটির কাজ দ্রুত সংস্কারের জন্য বিগত ১বছর ধরে বৃহত্তর জৈন্তা ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটি এবং রাস্তা উন্নয়ন সংগ্রাম পরিষদের ব্যানারে স্থানীয় এলাকাবাসী একাধিকবার মিছিল সমাবেশ, মানব বন্ধনসহ সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্তৃপরে বরাবরে জোর দাবী জানিয়ে আসছিলেন। সর্বশেষ প্রায় দু’মাস পূর্বে কর্তৃপ আশ্বাস দেওয়ার পরও রাস্তার কাজ শুরু না হওয়ায় ১৭ পরগণা ও রাস্তা সংগ্রাম পরিষদের ডাকে হরতালের ডাক দেওয়া হলে কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলা প্রশাসন এবং সিলেট সড়ক ও জনপদের উর্ধ্বতন কর্মকর্তারা এলাকাবাসীর সাথে বৈঠকে বসে দ্রুত রাস্তার কাজ শুরু হবে এমন আশ্বাস দিলে হরতাল প্রত্যাহার করা হয়। প্রাথমিকভাবে সড়ক ও জনপথের উদ্যোগে সে সময় সড়কের গর্তস্থানে ডাস্টার ফেলা হয়। কিন্তু বার বার আশ্বাসের পরও রাস্তা সংস্কারের কাজ শুরু না হওয়ায় এলাকাবাসী প্রতিবাদী হয়ে ওঠেন এবং সম্প্রতি ভয়াবহ বন্যায় উক্ত রাস্তার মারাত্মক তি সাধনের রাস্তার বেহাল চিত্র তুলে ধরে বিভিন্ন ঘন মাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়। এছাড়া উপজেলা প্রশাসন ও জেলা আ’লীগের উপ প্রচার সম্পাদক মস্তাক আহমদ পলাশ রাস্তাটির বাস্তব চিত্র তোলে ধরে দ্রুত সংস্কারের জন্য অর্থমন্ত্রীর আবুল মাল আব্দুল মুহিত ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের বরাবরে লিখিত আবেদন পাঠান। এছাড়া বিগত বন্যার সময় সাংসদ হাফিজ আহমদ মজুমদার কানাইঘাটে প্রশাসনের সাথে মতবিনিময় সভায় জনপ্রতিনিধি ও সরকারী দলের নেতৃবৃন্দ দ্রুত উক্ত রাস্তা সংস্কারের দাবী জানান তার কাছে। এরই প্রেেিত সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার ১২কোটি টাকার একটি প্রকল্প তৈরী করে যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠান। অপরদিকে সম্প্রতি যোগাযোগ মন্ত্রণালয়ে একজন সচবি সিলেটের রাস্তাঘাটের অবস্থা স্বচোে দেখার জন্য আসলে আ’লীগ নেতা মস্তাক আহমদ পলাশের নেতৃত্বে আ’লীগের নেতৃবৃন্দ সচিবের সাথে সাাৎ করে শাহবাগ-কানাইঘাট-দরবস্ত রাস্তার সংস্কারের জন্য অর্থ বরাদ্ধের দাবী জানান। যোগাযোগ মন্ত্রনালয় অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিকভাবে উক্ত রাস্তা সংস্কারের জন্য সম্প্রতি ৬কোটি টাকা বরাদ্ধ দেয়। আগামী আগস্ট মাসের মধ্যে অবশিষ্ট ৬কোটি টাকা বরাদ্ধ দেওয়া হবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়