কানাইঘাটে মাছ ধরাকে কেন্দ্র করে দুপরে মধ্যে মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের রক্তয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বীরদল পুরানফৌদ গ্রামের সফিকুর রহমানের পুত্র শাহাব উদ্দিন (১৬) গত ৩০ জুলাই সকাল ১১টায় পার্শ্ববর্তী বীরদল হাওর পূর্ব বত্রিশ হাল খাল সরকারী উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে যায়। সেখানে একই গ্রামের মৃত সমছুল হকের পুত্র আলা উদ্দিন (১৮), নূরুল হকের পুত্র ফয়েজ আহমদ (২২), আতাউর রহমানের পুত্র নজরুল ইসলাম (২০) গংরা মাছ ধরা নিয়ে শাহাব উদ্দিনের সাথে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে শাহাব উদ্দিনকে তারা এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার সুর-চিৎকারে আশপাশের লোকজন আসলে দুর্বৃত্তরা তাকে ছেড়ে দেয়। পরবর্তীতে তার স্বজনরা নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করেন। ঐদিন বিকেল ৪টায় আবার ঘটনাস্থলে সাহাব উদ্দিনের পিতা শফিকুর রহমান গংরা মাছ ধরার জন্য গেলে ফয়েজ আহমদ গংদের সাথে পুনরায় বিবাদ বাঁধে। খবর পেয়ে ফয়েজ আহমদ ও আলা উদ্দিনের আত্মীয়রা শফিক গংদেরকে আক্রমনের উদ্দেশ্যে রাস্তার বিভিন্ন মোড়ে অবস্থান নেয়। বিষয়টি জানাজানি হলে এলাকার মুরব্বিরা হস্তপে করলে কোন ধরনের রক্তয়ী সংঘর্ষ ঘটেনি। এ ঘটনায় উভয় প কানাইঘাট থানায় মামলা দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, উক্ত ঘটনার পর থেকে এলাকায় মৎস্যজীবি সম্প্রদায় ও তালুকদার বংশীয় ঐতিহ্য-মান মর্যাদার অস্তিত্ব নিয়ে উভয় প শক্ত অবস্থান নিয়েছে। যে কোন সময় ফের রক্তয়ী সংঘর্ষ ঘটতে পারে। সাহাব উদ্দিনের পিতা শফিকুর রহমান বলেন তার ছেলেকে অন্যায়ভাবে পূর্ব আক্রোশের জের ধরে আলাউদ্দিন ও ফয়েজ গংরা মারপিট করেছে। অপরদিকে আলা উদ্দিন ও ফয়েজ গংরা অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন, মৎস্যজীবি শফিক গংরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। এলাকার বিশিষ্ট মুরব্বি ও রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মামুন আহমদ বলেন, এলাকার শান্তি শৃঙ্খলার স্বার্থে বিষয়টি আপোষ নিষ্পত্তির প্রচেষ্টা চালানো হচ্ছে। এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার এস.আই.আকিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুষ্টু তদন্ত সাপেে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নজরদারী রয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়