বুধবার পর্যন্ত টানা ১২ দিন পদক তালিকায় শীর্ষ স্থান দখলে ছিল চীনের। কিন্তু বৃহস্পতিবার চীন স্থানটি ধরে রাখতে পারলনা। দ্বিতীয় স্থান দখলকারী যুক্তরাষ্ট্র এবার পদক তালিকায় শীর্ষ স্থান দখল করেছে। তবে দ্বিতীয় স্থান চীন আর তৃতীয় স্থান ব্রিটেনের দখলে রয়েছে । তবে পদক তালিকার শীর্ষ তিনে না থাকলেও সাফল্য দেখিয়েছে জার্মানি, হাঙ্গেরি ও আয়ারল্যান্ড।নারীদের ১০ কিলোমিটার ম্যারাথন সুইমিংয়ে সোনা জিতেছে হাঙ্গেরি। ১ ঘণ্টা ৫৭ মিনিট ৩৭.২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ইভা রিস্তোভ। ০.৬ সেকেন্ড বেশি সময় নিয়ে যুক্তরাষ্ট্রকে রুপা জিতিয়েছেন হ্যালি এন্ডারসন। আর ১ ঘণ্টা ৫৭ মিনিট ৪১.৮ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ইতালির মার্টিনা গ্রিমিলা।পুরুষদের ক্যানোয়ে �িপ্রন্ট ১০০ মিটার ডাবলসে সোনা জিতেছে জার্মানি। সবার আগে লক্ষ্যে পৌঁছান পিটার ক্রেৎসমার ও কার্ট কুসচেলা জুটি। রুপা জিতেছে বেলারুশ ও ব্রোঞ্জ জিতেছে রাশিয়া।বৃহস্পতিবার ক্যানোয় �িপ্রন্টের চারটি ইভেন্টে স্বর্ণপদকের খেলা হয়। ক্যায়াক ৪ ১হাজার মিটারে সোনা জিতেছে অস্ট্রেলিয়া। রুপা জিতেছে হাঙ্গেরি এবং চেক প্রজাতন্ত্র জিতেছে ব্রোঞ্জ।পুরুষরা না পারলেও নারীদের কায়াক সিঙ্গেলে সাফল্য দেখিয়েছে হাঙ্গেরি। কোজাক দানাতা সোনা এনে দেন হাঙ্গেরিকে। এই ইভেন্টে রুপা ইউক্রেন এবং ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ আফ্রিকা।নারীদের কায়াক দ্বৈত ৫০০ মিটারে সোনা জিতেজে জার্মানি। রুপা জিতেছে হাঙ্গেরি আর ব্রোঞ্জ জিতেছে পোল্যান্ড।নারীদের বক্সিং ৫১ কেজি ফ্লাইওয়েট ক্যাটাগরিতে চীনের রেন ক্যান ক্যানকে হারিয় সোনা জিতে নিয়েছেন ব্রিটেনের নিকোল অ্যাডামস। ৭-১৬ পয়েন্টের ব্যবধানে হেরে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তিনবারের স্বর্নজয়ী ক্যান ক্যানকে।নারীদের ৬০ কেজি লাইটওয়েট ক্যাটাগরিতে ওচিগাভা সোফিয়াকে হারিয়ে সোনা জিতেছেন আয়ারল্যান্ডের ক্যাটি টেইলর।নারীদের ভলিবলে দক্ষিণ কোরিয়াকে ০-৩ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। আর পুরুষদের হকিতে জার্মানির বিপক্ষে শুরুতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৪-২ গোলে হেরেছে অস্ট্রেলিয়া। আর ফাইনালে জায়গা নিশ্চিত করেছে জার্মানি।খবর:-ফেয়ারনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়