গত বুধবার রাতে উপজেলার সুরইঘাট বাজরে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে বিএনপি-শ্রমিকলীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুই শ্রমিকলীগ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়,উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির নবগঠিত শ্রমিকলীগের নেতৃবৃন্দের ছবি সংবলিত একটি পোস্টার বিএনপিন সমর্থিত একটি হোটেলে লাগাতে যায় শ্রমিকলীগের কয়েকজন কর্মী। এসময় বিএনপির কয়েকজন কর্মী পোস্টা তাদের সমর্থিত হোটেলে না লাগাতে বাধা প্রদান করেন। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে কে বা কারা পোস্টারটি ছিড়ে ফেলে। কিন্তু শ্রমিকলীগ কর্মীরা বিএনপির নেতাকর্মী তাদের লাগানো পোস্টারটি ছিড়েছে এমন অভিযোগ করে এক জায়গায় সংগঠিত হতে থাকেন। সংঘবদ্ধ হওয়ার খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরাও একত্রিত হলে উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় দলের সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিষয়টি সমঝোতায় পৌঁছে। কিন্তু শ্রমিকলীগ নেতাকর্মীরা বলেছেন,সিনিয়র নেতৃবৃন্দের কথা শোনে আমরা শান্ত হয়ে যার যার মত চলে যাই। হঠাৎ করে দুইজন কর্মী জুয়েল ও আনোয়ারকে একা পেয়ে বিএনপির কয়েকজন উচ্ছৃংখল কর্মী অতর্কিত হামলা করে গুরুতর আহত করে। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল লেইছ বাদী হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। অপরদিকে বিএনপির নেতৃবৃন্দ দাবী করেছেন, আভ্যন্তরীন দ্বন্দ্বকে রাজনৈতিক ফায়দা হাছিলের উদ্দেশ্যে মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানী করার পায়তারা করা হচ্ছে। হামলার প্রতিবাদে গতকাল সন্ধ্যা ৭টায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতার্কীরা স্থানীয় সুরইঘাট বাজারে একটি মিছিল ও সমাবেশ করেছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়