আজ বৃহস্পতিবার সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সাদকাতুল ফিতরা নির্ধারণী সভায় এবার ঈদুল ফিতরে ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৫৫ টাকা ও সর্বোচ্চ এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।গম বা আটা, খেজুর, কিসমিস, পনির বা যব ইত্যাদি খাদ্যদ্রব্যের যে কোনো একটি একটি পণ্যের ১ কেজি ৬৫০ গ্রামের বাজার মূল্য দিয়ে ফিতরা প্রদান করা যায়। এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে এবার ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫৫ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা।বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন সভায় সভাপতিত্ব করেন । এসময় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক সিরাজুল হকসহ ফিতর নির্ধারণী কমিটির সদস্য ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। খবর:-ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়