Saturday, August 4

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আর নেই

আজ শনিবার সকাল ১০ টা ১৫ মিনিটে রাজধানীর মনোয়ারা হাসপাতালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল মতিন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বরে জানা গেছে।জানা গেছে, নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বিকাল তিনটায় আব্দুল মতিনের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল রোববার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর লাশ নারায়ণগঞ্জের রূপগঞ্জের কেন্দুয়া গ্রামে নিয়ে যাওয়া হবে । এবং সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।উল্লেখ্য, তিনি ১৯৯১-৯৬ শাসনামলে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন । ২০০৯ সালের ৫ম জাতীয় কাউন্সিলে কমিটি বদলানোর আগ পর্যন্ত স্থায়ী কমিটির সদস্য পদে বহাল ছিলেন তিনি । তবে তিনি ২০০৬ সালে বিএনপি ক্ষমতা ছাড়ার আগে থেকেই অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন ।আব্দুল মতিন চৌধুরী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে তিনবার নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ এর সংসদ নির্বাচনে তিনি অসুস্থ থাকায় নির্বাচন করতে পারেননি।আব্দুল মতিন চৌধুরী ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন। তার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন। তার মৃত্যুর খবরে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়