Thursday, August 2

জামিন পেলেন খোকা

আজ বৃহস্পতিবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়রহরতালে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় জামিন পেয়েছেন । সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফিরে সকালেই ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে মূখ্য মহানগর হাকিম হারুন অর রশিদ তার জামিন আবেদন মঞ্জুর করেন। গত মঙ্গলবার এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ বিরোধীদলের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার দ্রুত বিচার আদালত। আগামী ৭ আগস্ট মামলার সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। ওইদিন আদালতে হাজির না হওয়ায় খোকাসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিও নির্দেশ দেয়া হয়।উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের পর রাত ৯টা ৫ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা।এ ঘটনায় তেজগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল মজুমদার বাদী হয়ে তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৪ নেতাকর্মীকে আসামি করা হয়।পরে গত ১০ মে মির্জা ফখরুলসহ জোটের ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর নূরুল আমিন।গত ২১ মে সব আসামির বিরুদ্ধেই অভিযোগপত্র আমলে নেয় সিএমএম আদালত। ওই দিন জামিনে থাকা একমাত্র আসামি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের জামিন আবেদনও নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয় খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়