Friday, August 3

কানাইঘাটের সুরাইঘাট বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি অঙ্গসংগঠনের ১০নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

কানাইঘাটের সুরইঘাট বাজারে গত বুধবার রাতে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে স্থানীয় যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের সাথে শ্রমিকলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীদের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১০টায় নবগঠিত ২নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের শ্রমিকলীগের নেতৃবৃন্দের ছবি সম্বলিত একটি পোষ্টার বাজারের এক যুবদল কর্মীর হোটেলে সাটাতে গেলে শ্রমিকলীগের নেতাকর্মীদের সাথে হোটেল মালিকের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সাটানো পোস্টারটি কে বা কারা ছিড়ে ফেললে শ্রমিকলীগের নেতাকর্মীরা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে বাজারে মিছিল বের করলে উভয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আ’লীগ ও বিএনপি সমর্থিত নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পরে অন্তত ১০ নেতাকর্মী আহত হন। এর মধ্যে গুরুতর আহত ছাত্রলীগ কর্মী আনোয়ার হোসেনকে সিলেট ওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি সামাজিকভাবে স্থানীয় আ’লীগ ও বিএনপির নেতৃবৃন্দ মীমাংসার উদ্যোগ গ্রহণ করে ব্যর্থ হন। এ ঘটনায় লক্ষ্মীপ্রসাদ ইউপি শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবু লেইছ বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি সদস্য এবাদুর রহমান, ছাত্রদল নেতা আব্দুর রহমানসহ ১০ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলাটি রেকর্ড করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়